রোববার ২০ এপ্রিল ২০২৫, বৈশাখ ৬ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

বাংলাদেশের গণতন্ত্রে মাইলফলক হবে আসন্ন নির্বাচন: প্রধান উপদেষ্টা হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই নারীসহ ৪ জন নিহত টাকা পাচার বন্ধে ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ পাস বিএনপির সঙ্গে বিরোধ? এটা কোনো বিরোধই না: জামায়াত আমির সংস্কারে একমত না হলে নির্বাচন পেছাবে: জামায়াত আমির সংস্কারে সিরিয়াস বিএনপি: সালাহউদ্দিন হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্প প্রশাসনের বাংলাদেশের মন্তব্যকে ‌‘অপ্রয়োজনীয় ও লোক দেখানো’ বললো ভারত প্রায় ১৫ বছর পর ঢাকা ও ইসলামাবাদের এফওসি’র আয়োজন ঐকমত্য কমিশনের স্প্রেডশিটে ‘বিভ্রান্ত’ বিএনপি ১২ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত আপিল বিভাগের নতুন দুই বিচারপতির সংবর্ধনা রোববার ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি গ্যাসের দামে ভেদাভেদ: ‘পিছিয়ে পড়বেন’ নতুন উদ্যোক্তারা রাশিয়ার কাছে কেন মার্কিন যুদ্ধবিমান হারাচ্ছে ইউক্রেন? মেয়ের জন্য চাকরি চান শহীদ বাচ্চুর স্ত্রী লাইলি বেগম

রাজনীতি

ফ্যাসিবাদী সরকারের পতন ঘটলেও প্রকৃত ফ্যাসিবাদ এখনো রয়ে গেছে: জামায়াতে ইসলামীর আমির

 প্রকাশিত: ১৫:৪৬, ১৯ এপ্রিল ২০২৫

ফ্যাসিবাদী সরকারের পতন ঘটলেও প্রকৃত ফ্যাসিবাদ এখনো রয়ে গেছে: জামায়াতে ইসলামীর আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটলেও প্রকৃত ফ্যাসিবাদ এখনো রয়ে গেছে। তিনি দাবি করেন, এখনো বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও দখলবাজির মতো ঘটনা ঘটছে, যার মধ্যে লালমনিরহাটেও কয়েকটি ঘটনা রয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) লালমনিরহাটের কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি জানান, জামায়াত ফ্যাসিবাদের বিরুদ্ধে আছে এবং এই ফ্যাসিবাদ দূর করতে কাজ করে যাচ্ছে।

নির্বাচনের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, যে কোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এটা দৃশ্যমান হতে হবে। আর একটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুটি ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না।

প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। কালো টাকা ও পেশিশক্তির প্রভাবযুক্ত নির্বাচন দেখতে চাই না। সেজন্য অবশ্যই নির্বাচনের সমতল মাঠ তৈরি করতে হবে।

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, আমরা ভালো থাকলে তারাও ভালো থাকবে। আমাদের ভালো কেড়ে নিলে ভারতকে চিন্তা করতে হবে তারা ভালো থাকবে কি না।

জানানো হয়, জনসভায় জামায়াতে ইসলামির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। লালমনিরহাট জেলার বিভিন্ন উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার বিষয়েও আলোচনা করা হয়। সভায় সনাতনী শাখার দুজন নেতাও বক্তব্য রাখেন, যা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে।

ডা. শফিকুর রহমান তার বক্তব্যে দৃঢ়ভাবে জানান, জামায়াতে ইসলামী ফ্যাসিবাদ মোকাবেলায় জনগণের সঙ্গে থাকবে এবং এই অপশক্তিকে নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ।