নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার ও ‘জুলাই গণহত্যার’ বিচার দাবি জামায়াতের

আগামী জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার ও 'জুলাই গণহত্যার' বিচার সম্পন্নের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, “সংস্কার ছাড়া ও বিচার নিশ্চিত না করে নির্বাচন দিলে জনগণ তা মানবে না।”
শুক্রবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে উপজেলা জামায়াতের আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভাটি এক পর্যায়ে জনসভায় রূপ নেয়।
পরওয়ার বলেন, “২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো প্রহসনের নির্বাচন আর দেখতে চায় না জনগণ। অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনই হতে হবে জনগণের সম্মান রক্ষার পথ।”
তিনি আরও দাবি করেন, “বিগত ১৫ বছরে শেখ হাসিনা সরকার আমাদের বহু নেতাকর্মীকে গুম, খুন ও কারাবন্দি করেছে। শাপলা চত্বর, বিডিআর এবং আল্লামা সাঈদীর হত্যার বিচার করেই নির্বাচন দিতে হবে।”
জামায়াতের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে পরওয়ার বলেন, “এই সরকারের মেয়াদের মধ্যেই সংস্কার শেষ করুন। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন দিন, জামায়াতে ইসলামী অংশ নেবে।”
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, সাবেক উপজেলা আমীর ভিপি সাহাব উদ্দিনসহ আরও অনেক নেতাকর্মী।
সভা সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন। সভায় জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণে পথসভাটি জনসভায় পরিণত হয়।