‘দেশের মানুষ আর ১৪, ১৮, ২৪-এর মতো নির্বাচন মেনে নেবে না’: জামায়াতে ইসলামীর জেনারেল সেক্রেটারি

মিয়া গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী অন্তর্বর্তী সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় সংস্কার এবং শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের বিচার দৃশ্যমান করার শর্তে নির্বাচনে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার কুমিল্লার লাকসাম সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক কর্মিসম্মেলনে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ডিসেম্বর এবং ২০২৬ সালের জুন—এই দুটি সময়সীমা দিয়েছে। এই সময়ের মধ্যেই নির্বাচন দিতে হবে এবং তার আগে সংবিধান, প্রশাসন ও পুলিশের সংস্কারসহ সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একইসঙ্গে শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের বিচার করতে হবে, যাঁরা দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার হরণ করেছেন। তিনি আরও বলেন, বিচার প্রক্রিয়া দৃশ্যমান না হলে দেশের মানুষ আর ২০১৪, ২০১৮ বা ২০২৪ সালের মতো নির্বাচন মেনে নেবে না।
সম্মেলনে তিনি কুমিল্লা দক্ষিণ জেলার চারটি সংসদীয় আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেন। প্রার্থীরা হলেন—কুমিল্লা-৮ আসনে শফিকুল আলম (হেলাল), কুমিল্লা-৯ আসনে এ কে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা-১০ আসনে ইয়াছিন আরাফাত এবং কুমিল্লা-১১ আসনে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরে তিনি বলেন, এটি হবে একটি পূর্ণ স্বাধীন, ইনসাফপূর্ণ অর্থনৈতিক কাঠামো সম্পন্ন দেশ, যেখানে জনগণের অধিকার থাকবে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আসবে এবং বিদেশে অর্থ পাচার বন্ধ হবে।
তিনি অভিযোগ করেন, গত ১৬-১৭ বছর ধরে দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা হরণ করেছে একটি ফ্যাসিস্ট সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ হবে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি মু. শহিদ উল্যাহ এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. জোবায়ের ফয়সাল। সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমির মু. জয়নাল আবেদীন পাটোয়ারী।