শনিবার ১৯ এপ্রিল ২০২৫, বৈশাখ ৬ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই নারীসহ ৪ জন নিহত টাকা পাচার বন্ধে ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ পাস বিএনপির সঙ্গে বিরোধ? এটা কোনো বিরোধই না: জামায়াত আমির সংস্কারে একমত না হলে নির্বাচন পেছাবে: জামায়াত আমির সংস্কারে সিরিয়াস বিএনপি: সালাহউদ্দিন হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্প প্রশাসনের বাংলাদেশের মন্তব্যকে ‌‘অপ্রয়োজনীয় ও লোক দেখানো’ বললো ভারত প্রায় ১৫ বছর পর ঢাকা ও ইসলামাবাদের এফওসি’র আয়োজন ঐকমত্য কমিশনের স্প্রেডশিটে ‘বিভ্রান্ত’ বিএনপি ১২ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত আপিল বিভাগের নতুন দুই বিচারপতির সংবর্ধনা রোববার ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি গ্যাসের দামে ভেদাভেদ: ‘পিছিয়ে পড়বেন’ নতুন উদ্যোক্তারা রাশিয়ার কাছে কেন মার্কিন যুদ্ধবিমান হারাচ্ছে ইউক্রেন? মেয়ের জন্য চাকরি চান শহীদ বাচ্চুর স্ত্রী লাইলি বেগম

রাজনীতি

সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন নয়: জামায়াত আমির

 প্রকাশিত: ১৫:৩৪, ১৭ এপ্রিল ২০২৫

সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন নয়: জামায়াত আমির

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জামায়াতের আমির ডা. শফিকুর রহমান রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক ব্রিফিংয়ে বলেন, ‘সংস্কার ও বিচার নিশ্চিত করেই নির্বাচন দিতে হবে, তবে অতিরিক্ত সময় যেন না নেয় এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে।’ তিনি বলেন, ‘নির্বাচন এমনভাবে করতে হবে, যেন কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে।’

তিনি আরও বলেন, “সংস্কার অবশ্যই প্রয়োজন। আর এই সংস্কারের প্রধান অংশীদার রাজনৈতিক দলগুলো। তারা যত দ্রুত সহযোগিতা করবে, তত দ্রুত নির্বাচন সম্ভব হবে।”

শফিকুর রহমান আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতার অভাব সংস্কার প্রক্রিয়াকে বিলম্বিত করে, ফলে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়ে। এজন্য তিনি সব রাজনৈতিক দলকে বাস্তবতা উপলব্ধি করে সংস্কারে সহযোগিতা করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “দৃশ্যমান বিচার দেখাতে হবে”—এটাই জনগণের আস্থা অর্জনের পথ। একইসঙ্গে তিনি ইউরোপের সব দেশের প্রতি আহ্বান জানান, যেন তারা বাংলাদেশে দূতাবাস স্থাপন করে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করে।

এই বক্তব্যে তিনি রাজনৈতিক সমঝোতা ও বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন, যাতে ভবিষ্যৎ নির্বাচন গ্রহণযোগ্য হয় এবং আন্তর্জাতিক পর্যায়েও প্রশ্নবিদ্ধ না হয়।