নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা-বিএনপির মতানৈক্য ঘুচবে এবার?

অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকেই নির্বাচনের দাবি নিয়ে রাজনীতির ময়দানে বিএনপি। নানা সময়ে তারা সরকারের কাছে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে আসছে।
সরকারের পক্ষ থেকেও বারবার চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলা হচ্ছে।
তবে, বিএনপি চায় নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ (পথনকশা)। বিভিন্ন সময়ে সরকারের কাছে তা দাবিও করেছেন দলটির নেতারা। বলতে গেলে নির্বাচনী রোডম্যাপ না পেয়ে এক ধরনের আস্থার সংকটে ভুগছে বিএনপি। দলটি মনে করছে, যতই দিন গড়াচ্ছে, নির্বাচন নিয়ে অস্পষ্টতা ততই বাড়ছে। নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কী— বৈঠকে তা জানতে চাইবে বিএনপি।
অন্তর্বর্তী সরকারের সঙ্গে একাধিকবার বিএনপি নেতারা বৈঠক করেছেন। তবে নির্বাচন নিয়ে মতানৈক্য রয়েই গেছে। এবারের বৈঠক থেকে দুই পক্ষ মতৈক্যে পৌঁছাতে পারবে কি না, রাজনৈতিক অঙ্গনে তা নিয়ে গত কয়েক দিন ধরেই চলছে নানা আলোচনা। বৈঠকে বিএনপির নেতারা প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্ট করে জানতে চাইবেন কবে নাগাদ নির্বাচন হবে।
গত সোমবার সিঙ্গাপুর থেকে দেশে ফিরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, আলোচনা ও ঐক্যের মাধ্যমে আগামী নির্বাচনের রোডম্যাপ ও সব সংকটের সমাধান হবে। এর আগে শনিবার প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচন করতে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ দেন।
আজ বুধবার দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক হবে। বৈঠকে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়ে মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভা হয়। সেখানে বৈঠকের আলোচ্য সূচি এবং নির্বাচনের সুনির্দিষ্ট সময়ের বিষয়ে স্পষ্ট ঘোষণার দাবি নিয়ে আলোচনা হয়।
বিএনপি নেতারা বলছেন, সরকারের তরফ থেকে সর্বশেষ বলা হয়েছে, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি মনে করে, এটি কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ নয়। এ জন্য নির্বাচন নিয়ে সরকার আসলে কী ভাবছে কিংবা তাদের অবস্থান কী, সেটা সুস্পষ্টভাবে জানতে চাওয়া হবে এবারের বৈঠকে।
নির্বাচনী রোডম্যাপ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন সবচেয়ে বড় ইস্যু। দেশের জনগণ চায় একটি নির্বাচিত সরকার। আর এ কারণেই গত ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে জনগণ। এ কারণে আমরা উপদেষ্টা পরিষদের কাছে দ্রুত নির্বাচনী রোডম্যাপ প্রত্যাশা করব।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কোন কোন বিষয়ে গুরুত্ব পাবে এমন প্রশ্নের জবাবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, মূলত নির্বাচনের রোডম্যাপ এর বিষয়ে সুস্পষ্ট ঘোষণা আমাদের মূল টার্গেট। তিনি বলেন, নির্বাচনের দিনক্ষণ নিয়ে সরকারের মনোভাব আমরা সুনির্দিষ্টভাবে জানা ও বোঝার চেষ্টা করব। সে অনুযায়ী তাকে (প্রধান উপদেষ্টা) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য আমরা আহ্বান জানাব।