সোমবার ০৭ এপ্রিল ২০২৫, চৈত্র ২৩ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

বিনিয়োগ সম্মেলন শুরু সোমবার আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রকে দুটি চিঠি দেবে বাংলাদেশ মার্চে রেকর্ড রেমিট্যান্স, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২৫.৬২ বিলিয়ন ডলার বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান: গাজায় গণহত্যার প্রতিবাদে একযোগে কাজ ও স্কুল বন্ধ রাখার দাবী ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি নিয়ে বেশি উদ্বেগের কারণ নেই: অর্থ উপদেষ্টা মিয়ানমারে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩৪৭১, নতুন চ্যালেঞ্জ ‘বৃষ্টি’ প্রতারণার আরেক মামলায় ইভ্যালির রাসেল ও শামীমার সাজা উখিয়ায় জমি নিয়ে সংঘর্ষে মসজিদের খতিবসহ নিহত ৩ সীমানা পুনর্নির্ধারণসহ নির্বাচনের সব কাজ ভালোভাবে এগোচ্ছে: সিইসি ভারতের ওয়াক্‌ফ বোর্ডে অমুসলিম অন্তর্ভুক্তির সমালোচনায় আসিফ নজরুল সায়মা ওয়াজেদের বিরুদ্ধে ৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওয়াশিংটনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্প ও মাস্কবিরোধী প্রতিবাদ বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের ওপর সৌদি ভিসা নিষেধাজ্ঞা ৯ দিনের ছুটি শেষে সরকারি অফিস খুললো আজ ঢাকায় ডেঙ্গুর চোখ রাঙানি, কিউলেক্সের যন্ত্রণা কৃত্রিম হিমবাহ উত্তর পাকিস্তানে পানি সরবরাহ বৃদ্ধি করছে গাজায় চিকিৎসাকর্মী হত্যার ঘটনায় ভুল স্বীকার ইসরায়েলের

রাজনীতি

ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে : সেলিম উদ্দিন

 আপডেট: ২২:৪৮, ৫ এপ্রিল ২০২৫

ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে : সেলিম উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, “বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের মানুষ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এদেশের জনগণ ইসলামপ্রিয়, অতএব যারা ইসলামকে প্রতিপক্ষ বানিয়েছে, তারা সাময়িক লাভবান হলেও শেষ পর্যন্ত জনরোষে পরাজিত হয়েছে। ফ্যাসিস্ট হাসিনাকেও এদেশের মাটি থেকে বিতাড়িত হতে হয়েছে।”

তিনি বলেন, “বাংলাদেশের মাটিতে ইসলামের শিকড় অনেক গভীরে প্রোথিত, তাই আগামীতে ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।”

আজ শনিবার গোলাপগঞ্জ পৌর জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালিক এবং সঞ্চালনা করেন সেক্রেটারি কাজী শাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জামায়াতে ইসলামী সিলেট জেলার শুরা ও কর্মপরিষদ সদস্য হাফিজ নাজমুল ইসলাম।

মাওলানা শাহেদ আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে আরও বক্তব্য রাখেন পৌর জামায়াতের নায়েবে আমির ও সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, সাবেক নায়েবে আমির মোহাম্মদ তাজুল ইসলাম, অ্যাসিসটেন্ট সেক্রেটারি সেলিম আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল কাদির, জামায়াত নেতা ফারুক আহমদ, গোলাম মোস্তফা মুছা, আমিরুল ইসলাম, সুহেল আহমদ, মাহফুজ আহমদ চৌধুরী, শ্রমিক নেতা এনাম আহমদ, মিলাক আহমদ, আনোয়ার হোসেন, মাওলানা আব্দুল বারী সিদ্দিকী, রিমন আহমদ প্রমুখ।

এছাড়া মো. সেলিম উদ্দিন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গোলাপগঞ্জ উপজেলা শাখা আয়োজিত সাবেক ও বর্তমান সাথী-সদস্যদের নিয়ে ঈদপ্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় ছাত্রশিবিরের বর্তমান ও প্রাক্তন জেলা সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন।