আওয়ামীলীগ নিষিদ্ধ করা আমাদের দায়িত্ব নয়, নির্বাচনই আমাদের দাবি

লক্ষ্মীপুর প্রেস ক্লাবে বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেন, "কাউকে নিষিদ্ধ বা প্রসিদ্ধ করা আমাদের দায়িত্ব নয়। সেটা হলো রাষ্ট্রের যারা দায়িত্বে আছে তাদের দায়িত্ব। এ ধরনের দায়-দায়িত্ব আমরা নেব না। নির্বাচনই আমাদের দাবি, এর বাইরে কোনো দাবি আমরা উত্থাপন করি নাই।"
লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের ভূঁইয়া আরও বলেন, "জনগণ যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তার জন্য দ্রুত সময়ে একটি নির্বাচনের রোডম্যাপ দেওয়া প্রয়োজন। এটি আমাদের দায়িত্ব । আমাদের কর্তব্য হলো নির্বাচন।"
এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেডএম নাজমুল ইসলাম মিঠু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সালেহ আহম্মদ, সদস্য সচিব সফিকুর রহমান ভূঁইয়া, রায়পুর পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানি, যুগ্ম-আহ্বায়ক আব্দুল মজিদ চৌধুরী, সদস্য সচিব সফিকুল আলম আলমাস, জেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ।