শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, চৈত্র ২১ ১৪৩১, ০৫ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

দ্রুত ভোটই সর্বোচ্চ অগ্রাধিকার: ইউনূস থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রাতরাশ বৈঠক ট্রাম্পের শুল্ক বাংলাদেশ-শ্রীলঙ্কার পোশাকশিল্পে বড় ধাক্কা: নিউইয়র্ক টাইমস ব্যাংককে অধ্যাপক ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আজ ১৫ জেলায় দাবদাহ, শনিবার পর্যন্ত গরমের দাপট ট্রাম্পের শুল্ক: শঙ্কায় পোশাক খাত, লড়াই কোন পথে? ট্রাম্পের শুল্ক: যে কারণে ভুগবে দক্ষিণ এশিয়ার দেশগুলো ট্রাম্পের শুল্ক: বিশ্ব বাণিজ্যে ‘শতবর্ষে সবচেয়ে বড় পরিবর্তন’ আলোচনায় শুল্ক জটিলতার সমাধান হবে, ‘আশাবাদী’ প্রধান উপদেষ্টা ‘ক্লান্ত বাসচালক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন,’ চট্টগ্রামে সড়কে ১০ মৃত্যু নিয়ে হাইওয়ে পুলিশ ‘বিপদ-আপদেরতো ঈদের ছুটি নাই, আমাদেরও তাই’ ধলেশ্বরীতে অস্ত্র উঁচিয়ে গান বাজনা, ‘কিশোর গ্যাংয়ের’ ১৬ জন আটক বরগুনায় একই রশিতে স্বামী-স্ত্রীর লাশ গাজায় স্কুলে ইসরায়েলি হামলায় নিহত ২৭ বাগেরহাটের ষাটগম্বুজ ক্যাম্পাসকে ঘিরে পর্যটকদের উপচেপড়া ভিড় পুলিশের নির্বিচার গুলি গুঁড়িয়ে দিয়েছে উদ্যমী যুবক মামুন মিয়ার সব

রাজনীতি

আওয়ামীলীগ নিষিদ্ধ করা আমাদের দায়িত্ব নয়, নির্বাচনই আমাদের দাবি

 প্রকাশিত: ২১:৩১, ৩ এপ্রিল ২০২৫

আওয়ামীলীগ নিষিদ্ধ করা আমাদের দায়িত্ব নয়, নির্বাচনই আমাদের দাবি

লক্ষ্মীপুর প্রেস ক্লাবে বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেন, "কাউকে নিষিদ্ধ বা প্রসিদ্ধ করা আমাদের দায়িত্ব নয়। সেটা হলো রাষ্ট্রের যারা দায়িত্বে আছে তাদের দায়িত্ব। এ ধরনের দায়-দায়িত্ব আমরা নেব না। নির্বাচনই আমাদের দাবি, এর বাইরে কোনো দাবি আমরা উত্থাপন করি নাই।"

লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের ভূঁইয়া আরও বলেন, "জনগণ যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তার জন্য দ্রুত সময়ে একটি নির্বাচনের রোডম্যাপ দেওয়া প্রয়োজন। এটি আমাদের দায়িত্ব । আমাদের কর্তব্য হলো নির্বাচন।"

এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেডএম নাজমুল ইসলাম মিঠু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সালেহ আহম্মদ, সদস্য সচিব সফিকুর রহমান ভূঁইয়া, রায়পুর পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানি, যুগ্ম-আহ্বায়ক আব্দুল মজিদ চৌধুরী, সদস্য সচিব সফিকুল আলম আলমাস, জেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ।