শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, চৈত্র ২১ ১৪৩১, ০৫ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

দ্রুত ভোটই সর্বোচ্চ অগ্রাধিকার: ইউনূস থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রাতরাশ বৈঠক ট্রাম্পের শুল্ক বাংলাদেশ-শ্রীলঙ্কার পোশাকশিল্পে বড় ধাক্কা: নিউইয়র্ক টাইমস ব্যাংককে অধ্যাপক ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আজ ১৫ জেলায় দাবদাহ, শনিবার পর্যন্ত গরমের দাপট ট্রাম্পের শুল্ক: শঙ্কায় পোশাক খাত, লড়াই কোন পথে? ট্রাম্পের শুল্ক: যে কারণে ভুগবে দক্ষিণ এশিয়ার দেশগুলো ট্রাম্পের শুল্ক: বিশ্ব বাণিজ্যে ‘শতবর্ষে সবচেয়ে বড় পরিবর্তন’ আলোচনায় শুল্ক জটিলতার সমাধান হবে, ‘আশাবাদী’ প্রধান উপদেষ্টা ‘ক্লান্ত বাসচালক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন,’ চট্টগ্রামে সড়কে ১০ মৃত্যু নিয়ে হাইওয়ে পুলিশ ‘বিপদ-আপদেরতো ঈদের ছুটি নাই, আমাদেরও তাই’ ধলেশ্বরীতে অস্ত্র উঁচিয়ে গান বাজনা, ‘কিশোর গ্যাংয়ের’ ১৬ জন আটক বরগুনায় একই রশিতে স্বামী-স্ত্রীর লাশ গাজায় স্কুলে ইসরায়েলি হামলায় নিহত ২৭ বাগেরহাটের ষাটগম্বুজ ক্যাম্পাসকে ঘিরে পর্যটকদের উপচেপড়া ভিড় পুলিশের নির্বিচার গুলি গুঁড়িয়ে দিয়েছে উদ্যমী যুবক মামুন মিয়ার সব

রাজনীতি

যেনতেন নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান হয়নি : মুহাম্মদ ইমতিয়াজ

 প্রকাশিত: ২০:২১, ৩ এপ্রিল ২০২৫

যেনতেন নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান হয়নি : মুহাম্মদ ইমতিয়াজ

আজ (বৃহস্পতিবার) বিকেলে পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে ঈদ পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

সভায় মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছরেও জনতার ইচ্ছের প্রতিফলন ঘটেনি। সাম্য প্রতিষ্ঠা হয়নি, মানবিক মর্যাদা শূন্যের কোটায়। সমাজের কোনো স্তরেই ন্যায়বিচার নেই। দীর্ঘ ৫৪ বছরে শাসকগোষ্ঠী জনতার স্বাধীনতকে গলাটিপে হত্যা করেছে। কাজেই একটি যেনতেন নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান হয়নি, হাজার হাজার ছাত্র-জনতা জীবন ও রক্ত দেয়নি। ফলপ্রসূ নির্বাচনের জন্য রাষ্ট্র সংস্কার প্রয়োজন বেশি।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপির নেতাকর্মীরা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের টার্গেটে পরিণত করে তাদের ওপর হামলা ও রক্তাক্ত করে রক্তের নেশায় মেতে উঠেছে। এতে করে বিএনপির জন্যই খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো প্রতিহিংসার রাজনীতি করে না এবং বিশ্বাসও করে না। কাজেই হামলা ও প্রতিহিংসার রাজনীতি থেকে বিএনপিকে ফিরে আসা উচিত।

মাওলানা ইমতিয়াজ আলম বলেন, বিএনপির অনেক নেতা এখন ফ্যাসিবাদী আওয়ামী লীগের সুরে কথা বলছেন। জনগণকে কটাক্ষ করা কোনো রাজনীতিবিদের আচরণ হতে পারে না বলে তিনি মন্তব্য করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন দলের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, অর্থ ও প্রকাশনা সম্পাদক হারুন অর রশিদ, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, শ্রমিক নেতা হাজী আব্দুর রহমান দুলাল ও সৈয়দ ওমর ফারুক যশোরী।

এই আলোচনা সভার মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেছে এবং গঠনমূলক রাজনৈতিক সংস্কারের আহ্বান জানিয়েছে।