বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, চৈত্র ১৯ ১৪৩১, ০৪ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

দল ও দেশের স্বার্থে আঘাত এলে আবার মাঠে নামবে বিএনপি: মির্জা ফখরুল

 প্রকাশিত: ২২:৩১, ২৯ মার্চ ২০২৫

দল ও দেশের স্বার্থে আঘাত এলে আবার মাঠে নামবে বিএনপি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দল ও দেশের জনগণের স্বার্থে আঘাত এলে বিএনপি আবার রাজপথে নামবে। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি সফল হবে।

আজ বিকেলে রাজধানীর বেরাইদ ঈদগাহ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সীমিত আয়ের মানুষের জন্য ঈদ উপহার বিতরণের এই আয়োজন করা হয়।

মির্জা ফখরুল অভিযোগ করেন, দেশি ও বিদেশি ষড়যন্ত্র চলছে, তবে কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। তিনি বলেন, "ফ্রান্স, লন্ডন, আমেরিৃকা থেকে কেউ যদি দেশের মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেন, তবে তা রুখে দেওয়া হবে। দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ মেনে নেওয়া হবে না।"

বিএনপি মহাসচিব জোর দিয়ে বলেন, "আমরা ভারতের পক্ষেও না, পাকিস্তানের পক্ষেও না। আবার আমেরিকার কিংবা ইংল্যান্ডের পক্ষেও না। আমরা শুধুমাত্র বাংলাদেশের পক্ষে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেনসবার আগে বাংলাদেশ।"

তিনি আরও দাবি করেন, বিএনপিই দেশে সব পরিবর্তন এনেছে। একদলীয় শাসনব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু করেছে তার দল।

বিগত ১৭ বছরে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপি নেতা-কর্মীদের আত্মত্যাগের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, "বিএনপি করে এমন ৯৯ শতাংশ মানুষ নির্যাতনের শিকার হয়েছে।"

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। তিনি দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান।

ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক তহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ দলীয় নেতাকর্মীরা।