বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, চৈত্র ১৯ ১৪৩১, ০৪ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

ঈদের আগেই এটিএম আজহারের মুক্তির দাবি জামায়াতের

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৪:৫৮, ২৮ মার্চ ২০২৫

ঈদের আগেই এটিএম আজহারের মুক্তির দাবি জামায়াতের

ঈদের আগেই এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবি জামায়াতের আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।  

শুক্রবার (২৮ মার্চ) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।  

বিবৃতিতে তিনি বলেন, এটিএম আজহারুল ইসলাম দীর্ঘ ১৩ বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন, যা তিনি ‘ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও সাজানো মামলার ফল' বলে দাবি করেন। তিনি উল্লেখ করেন, সরকারের পতনের পর ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী মুক্তি পেলেও এখনো এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাননি, যা দেশবাসীর জন্য বিস্ময়কর।  

তিনি আসন্ন পবিত্র ঈদুল ফিতরের পূর্বেই এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেন, যাতে তিনি পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন।