চাঁদাবাজি সবার মধ্যেই আছে, বিএনপি বড় দল বলে আলোচনায় আসে: ভিপি নুর

বড় দল হওয়ায় বিএনপির চাঁদাবাজি বেশি চোখে পড়ে - ভিপি নুর
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, চাঁদাবাজি শুধু বিএনপি করে না, বিভিন্ন দল ও সংগঠনের মধ্যেও এটা রয়েছে। তবে বিএনপি বড় দল হওয়ায় তাদের বিষয়গুলো বেশি চোখে পড়ে।
সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনের টক-শোতে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।
ভিপি নুর বলেন, "১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের মধ্যে অনেকে দরবেশের তকমা পেয়েছেন, নতুন রাজনৈতিক দলের নেতারাও এর ব্যতিক্রম নন। এনসিটিবি কেলেঙ্কারির ঘটনায় ৪০০ কোটি টাকার অনিয়ম নিয়েও আলোচনা হচ্ছে।"
তিনি আরও বলেন, "বর্তমান ছাত্র সমাজের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে, কিন্তু আমরা এখনো সেটার প্রতিফলন দেখছি না। আমরা সেটা দেখতে চাই।"