এপ্রিলে আসছে জুলাই গণঅভ্যুত্থান নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল

নতুন রাজনৈতিক শক্তি গঠনের পথে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্ররা
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের উদ্যোগে আরেকটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। নেতৃত্বে থাকছেন ইসলামী ছাত্রশিবিরের নেতা ও জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত।
এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাওয়া এই রাজনৈতিক প্ল্যাটফর্মটি গণঅভ্যুত্থানের দাবিগুলো বাস্তবায়ন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর ওপর কাজ করবে।
আলী আহসান জুনায়েদ এক ফেসবুক পোস্টে জানান, ফ্যাসিবাদী সরকার এবং রাজনৈতিক ও সামাজিক কাঠামোর দুর্নীতির বিরুদ্ধে লড়াই করাই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য। তিনি বলেন, "জুলাই গণঅভ্যুত্থান পূর্ণতা দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।" নতুন দলটি দেশে রাজনৈতিক সংস্কারের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
জুনায়েদ ও রিফাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ছিলেন। তারা আগে জাতীয় নাগরিক কমিটির সদস্য হিসেবে কাজ করলেও ২০২৫ সালে নতুন রাজনৈতিক শক্তি গঠনের জন্য আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।