মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, চৈত্র ৪ ১৪৩১, ১৮ রমজান ১৪৪৬

রাজনীতি

বিএনপির সাত নেতা বহিষ্কার, দলীয় সিদ্ধান্তের কারণ প্রকাশ

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৪:১৫, ১৭ মার্চ ২০২৫

বিএনপির সাত নেতা বহিষ্কার, দলীয় সিদ্ধান্তের কারণ প্রকাশ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির সাত নেতা বহিষ্কার

দলীয় নীতি ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলটির দপ্তর সম্পাদক এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

রবিবার রাতে প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়, বহিষ্কৃত সাত নেতা হলেন—৯৪ নম্বর ওয়ার্ড বিএনপির (কাফরুল থানা) সভাপতি কবির হোসেন মিল্টন, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হানিফ, সিনিয়র সহসভাপতি আরিফ মৃধা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য আহসান উল্লাহ চৌধুরী হাসান, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির নিখিল এবং ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম ভূঁইয়া।