রোববার ১৬ মার্চ ২০২৫, চৈত্র ২ ১৪৩১, ১৬ রমজান ১৪৪৬

ব্রেকিং

ছয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত প্রাণ গোপালের মেয়ে আনন্দ করার মেজাজে নাই, স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হচ্ছে না: স্বরাষ্ট্রসচিব ২০ রমজানের মধ্যে বেতন-বোনাস পরিশোধের আহ্বান শ্রমিক নেতাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ১২৭ পুলিশ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ভবিষ্যতে কোনো বাবা-মায়ের বুক যেন এভাবে আর খালি না হয়: আবরার ফাহাদের বাবা আবরার হত্যা: ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন হাই কোর্টে বহাল সাত কলেজ নিয়ে গঠিত হচ্ছে " ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি " চট্টগ্রামে ভিক্ষুককে ‘ধর্ষণের’ অভিযোগে অটোরিকশা চালক গ্রেপ্তার রাঙামাটিতে ইউপিডিএফের কালেক্টরকে গুলি করে হত্যা জাতিসংঘ মহাসচিবের ঢাকা ত্যাগ ফরিদপুরে তিন বাহনের সংঘর্ষে নিহত ২ খুলনায় একাধিক হত্যা মামলার আসামি গুলিতে নিহত জামালপুরে মাদ্রাসার ২ ছাত্রকে ধর্ষণের অভিযোগ, আটক শিক্ষক নিরাপদে বাড়ি ফিরতে চার শিক্ষার্থীর ‘গ্যাংআপ’ চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো ‘ছোট সাজ্জাদ’ ঢাকায় গ্রেপ্তার দুই পক্ষের সংঘর্ষে বিএনপির কর্মী নিহত গণমাধ্যমকর্মী ছাঁটাইয়ের পদক্ষেপ ট্রাম্পের ইয়েমেনে হুতিদের ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা মাকে নিয়ে আর গ্রামে ফেরা হলো না শহীদ জামাল উদ্দিনের

রাজনীতি

জুলাই বিপ্লবের শহীদ ও আহত ৮৫০ পরিবারের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন

 প্রকাশিত: ১৬:৪৭, ১৬ মার্চ ২০২৫

জুলাই বিপ্লবের শহীদ ও আহত ৮৫০ পরিবারের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) জুলাই বিপ্লবে শহীদ ও আহত ৮৫০ পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। সংগঠনটি ঈদ উপলক্ষে এসব পরিবারের সদস্যদের হাতে ঈদ সামগ্রী তুলে দেবে। আগামী ১৮ মার্চ থেকে ফাউন্ডেশনের উদ্যোগে এ কার্যক্রম শুরু হবে।

আজ রোববার (১৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এই তথ্য জানান। তিনি বলেন, জুলাই বিপ্লবে শহীদ এবং আহতদের সরকারের দেওয়া তালিকা ৮৫০ পরিবারের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসব পরিবারকে ঈদ সামগ্রিক দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই-আগস্ট বিপ্লবে আত্মদানকারী অকুতোভয় ছাত্র-জনতাকে, যাদের আন্দোলনের ফলে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার দাবি জানাই এবং আমাদের চিকিৎসকরা ইতিমধ্যে সু-চিকিৎসার জন্য কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, রমজানের এই সময়ে অনেকে ঈদ আনন্দের প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু বিপ্লবে শহীদদের পরিবারের জন্য ঈদ আনন্দ ম্লান হয়ে গেছে। ফাউন্ডেশন সেই স্বজনহারা পরিবারগুলোর পাশে দাঁড়াতে চায় এবং তাদের দুঃখ-বেদনা ভাগ করে নিতে চায়। ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশনায় শহীদ পরিবারের তথ্য সংগ্রহ করে তাদের কাছে ঈদ উপহার পৌঁছে দেওয়া হবে।

ডা. ডোনার জানান, জিয়াউর রহমান ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান, যার অর্থায়ন সদস্যদের চাঁদা ও অনুদান থেকে আসে। সংগঠনটি দুর্যোগ-দুর্বিপাকের সময় সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, বিগত জুলাই-আগস্ট বিপ্লবের সময় গুলিবিদ্ধ আহত ছাত্র-জনতাকে চিকিৎসা দিয়েছি, ফেনীর সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ত্রাণ ও চিকিৎসা সামগ্রী সরবরাহ করেছি। ভবিষ্যতেও যেকোনো সংকটে মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেডআরএফ-এর পরিচালক ও ঈদ সামগ্রী বিতরণ আয়োজনের সদস্য সচিব ডা. মোস্তফা আজিজ সুমন, পরিচালক প্রফেসর মোর্শেদ হাসান খান, ডা. সৈয়দা তাজনিন ওয়ারিস সিমকী, ডা. শাহ মো. আমান উল্লাহ, ডা. আবুল হাসনাত মো. শামীম, ডা. শেখ মনিরুদ্দিন জুয়েল, আমিরুল ইসলাম কাগজী, সাঈদ খানসহ ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।