রোববার ১৬ মার্চ ২০২৫, চৈত্র ২ ১৪৩১, ১৬ রমজান ১৪৪৬

ব্রেকিং

ছয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত প্রাণ গোপালের মেয়ে আনন্দ করার মেজাজে নাই, স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হচ্ছে না: স্বরাষ্ট্রসচিব ২০ রমজানের মধ্যে বেতন-বোনাস পরিশোধের আহ্বান শ্রমিক নেতাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ১২৭ পুলিশ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ভবিষ্যতে কোনো বাবা-মায়ের বুক যেন এভাবে আর খালি না হয়: আবরার ফাহাদের বাবা আবরার হত্যা: ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন হাই কোর্টে বহাল সাত কলেজ নিয়ে গঠিত হচ্ছে " ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি " চট্টগ্রামে ভিক্ষুককে ‘ধর্ষণের’ অভিযোগে অটোরিকশা চালক গ্রেপ্তার রাঙামাটিতে ইউপিডিএফের কালেক্টরকে গুলি করে হত্যা জাতিসংঘ মহাসচিবের ঢাকা ত্যাগ ফরিদপুরে তিন বাহনের সংঘর্ষে নিহত ২ খুলনায় একাধিক হত্যা মামলার আসামি গুলিতে নিহত জামালপুরে মাদ্রাসার ২ ছাত্রকে ধর্ষণের অভিযোগ, আটক শিক্ষক নিরাপদে বাড়ি ফিরতে চার শিক্ষার্থীর ‘গ্যাংআপ’ চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো ‘ছোট সাজ্জাদ’ ঢাকায় গ্রেপ্তার দুই পক্ষের সংঘর্ষে বিএনপির কর্মী নিহত গণমাধ্যমকর্মী ছাঁটাইয়ের পদক্ষেপ ট্রাম্পের ইয়েমেনে হুতিদের ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা মাকে নিয়ে আর গ্রামে ফেরা হলো না শহীদ জামাল উদ্দিনের

রাজনীতি

ছাত্রলীগের অতীত থাকায় উপদেষ্টা করা হয়নি হাসনাত ও সারজিসকে: মো. তারেক রহমান

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৪:৪০, ১৬ মার্চ ২০২৫

ছাত্রলীগের অতীত থাকায় উপদেষ্টা করা হয়নি হাসনাত ও সারজিসকে: মো. তারেক রহমান

ছাত্রলীগের অতীত থাকায় হাসনাত ও সারজিসকে উপদেষ্টা করা হয়নি: তারেক রহমান

আমজনতা দলের সদস্য সচিব ও আলোচিত ছাত্রনেতা মো. তারেক রহমান এক সাক্ষাৎকারে আসন্ন নির্বাচনসহ বিভিন্ন রাজনৈতিক বিষয়ে মতামত দিয়েছেন।

তিনি বলেন, আগামী নির্বাচনে সবার দৃষ্টি বিএনপির দিকেই থাকবে। অনেকে বিভিন্ন রাজনৈতিক তৎপরতা চালালেও শেষ পর্যন্ত বিএনপির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। এমনকি বিএনপির সমর্থন ছাড়া অনেক রাজনৈতিক নেতার বিজয়ী হওয়াও কঠিন হবে।

তারেক রহমান আরও বলেন, বিএনপি প্রান্তিক পর্যায়ে জনপ্রিয় একটি দল। অনেক বড় দলের শীর্ষ নেতারাও নিজ আসনে জয়লাভ করতে পারবেন না, যদি বিএনপি তাদের সহযোগিতা না করে। এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বাস্তবতা।

ছাত্রনেতা সারজিস আলমের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, "সারজিস বলেছেন, শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। কিন্তু সে ভালো করেই জানে, শেখ হাসিনার বিচার বাংলাদেশে কখনো সম্ভব নয়। তারা আজীবন ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছে।"

এছাড়া, হাসনাতের একটি বক্তব্যের উল্লেখ করে তিনি বলেন, "হাসনাত আগে বলেছিল, যতদিন বিএনপি বিরোধী দলে থাকবে, ততদিন দেশে কোনো নির্বাচন প্রয়োজন নেই। অতীতে তারা এসব কথা বলেছে, এখনও বলে। বিশেষ করে যারা ছাত্রলীগ থেকে উঠে এসেছে, তারা নির্বাচনের গুরুত্ব বোঝে না।"

তারেক রহমান আরও বলেন, "সারজিস ও হাসনাত দু’জনই আপসকামী নেতা ছিলেন, যার ফলে তারা উপদেষ্টা হতে পারেননি। তাদের ছাত্রলীগের অতীত থাকার কারণে এ সুযোগ দেওয়া হয়নি। আমরা অতীত ভুলি নাই।"

তিনি আরও বলেন, "গণঅভ্যুত্থানে আমরা লড়াই করেছি, আহত হয়েছি, নিপীড়নের শিকার হয়েছি, রিমান্ডে গেছি, এমনকি গুলিবিদ্ধ হয়েও চিকিৎসা পাইনি। তাই একজন বিপ্লবের অংশীদার হিসেবে সংসদে যাওয়ার অধিকার আমারও রয়েছে।"