মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, চৈত্র ৩ ১৪৩১, ১৮ রমজান ১৪৪৬

ব্রেকিং

টিকা কেনায় ‘দুর্নীতি’, সালমানের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক জুলাই আন্দোলনে হামলায় ঢাবির ১২৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার শিশু ধর্ষণ মামলার দ্রুত বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে: আইন উপদেষ্টা ভারতীয় মিডিয়া বিশ্বে বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেনের ন্যাটো সদস্যপদ বাতিলই সমাধান: রাশিয়া অল্প সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করতে হবে: প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে ১০৮টিতে একমত: এবি পার্টি ইসির কাছে এনআইডি রাখা প্রয়োজন: জাতীয় ঐকমত্য কমিশনে মতামত পাঠিয়েছে নির্বাচন কমিশন পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না: প্রধান উপদেষ্টা দুই আন্দোলনে বিভাজন কেন, প্রশ্ন রিজভীর ঘুষ নেয়ার সময় ঠাকুরগাঁওয়ে অডিটর ও হিসাবরক্ষণ কর্মকর্তা আটক ভারত ও ভিয়েতনাম থেকে এলো ৩৫ হাজার টন চাল সাত বছরের শিশুকে ধর্ষণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড এমসি কলেজে ধর্ষণের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালেই ‘ধর্ষণ’ শব্দে আপত্তি তোলার পর ‘দুঃখ প্রকাশ’ ডিএমপি কমিশনারের দাখিলের সূচিতেও এল পরিবর্তন গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, ১২ কারখানায় ছুটি গভীর সমুদ্রে ‘ডার্ক অক্সিজেন’: দ্বিধা-বিভক্ত বিজ্ঞানীরা এখনও রক্তমাখা টি-শার্টে ছেলেকে খুঁজে ফেরেন শহীদ রাজনের মা

রাজনীতি

ছাত্রলীগের অতীত থাকায় উপদেষ্টা করা হয়নি হাসনাত ও সারজিসকে: মো. তারেক রহমান

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৪:৪০, ১৬ মার্চ ২০২৫

ছাত্রলীগের অতীত থাকায় উপদেষ্টা করা হয়নি হাসনাত ও সারজিসকে: মো. তারেক রহমান

ছাত্রলীগের অতীত থাকায় হাসনাত ও সারজিসকে উপদেষ্টা করা হয়নি: তারেক রহমান

আমজনতা দলের সদস্য সচিব ও আলোচিত ছাত্রনেতা মো. তারেক রহমান এক সাক্ষাৎকারে আসন্ন নির্বাচনসহ বিভিন্ন রাজনৈতিক বিষয়ে মতামত দিয়েছেন।

তিনি বলেন, আগামী নির্বাচনে সবার দৃষ্টি বিএনপির দিকেই থাকবে। অনেকে বিভিন্ন রাজনৈতিক তৎপরতা চালালেও শেষ পর্যন্ত বিএনপির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। এমনকি বিএনপির সমর্থন ছাড়া অনেক রাজনৈতিক নেতার বিজয়ী হওয়াও কঠিন হবে।

তারেক রহমান আরও বলেন, বিএনপি প্রান্তিক পর্যায়ে জনপ্রিয় একটি দল। অনেক বড় দলের শীর্ষ নেতারাও নিজ আসনে জয়লাভ করতে পারবেন না, যদি বিএনপি তাদের সহযোগিতা না করে। এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বাস্তবতা।

ছাত্রনেতা সারজিস আলমের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, "সারজিস বলেছেন, শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। কিন্তু সে ভালো করেই জানে, শেখ হাসিনার বিচার বাংলাদেশে কখনো সম্ভব নয়। তারা আজীবন ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছে।"

এছাড়া, হাসনাতের একটি বক্তব্যের উল্লেখ করে তিনি বলেন, "হাসনাত আগে বলেছিল, যতদিন বিএনপি বিরোধী দলে থাকবে, ততদিন দেশে কোনো নির্বাচন প্রয়োজন নেই। অতীতে তারা এসব কথা বলেছে, এখনও বলে। বিশেষ করে যারা ছাত্রলীগ থেকে উঠে এসেছে, তারা নির্বাচনের গুরুত্ব বোঝে না।"

তারেক রহমান আরও বলেন, "সারজিস ও হাসনাত দু’জনই আপসকামী নেতা ছিলেন, যার ফলে তারা উপদেষ্টা হতে পারেননি। তাদের ছাত্রলীগের অতীত থাকার কারণে এ সুযোগ দেওয়া হয়নি। আমরা অতীত ভুলি নাই।"

তিনি আরও বলেন, "গণঅভ্যুত্থানে আমরা লড়াই করেছি, আহত হয়েছি, নিপীড়নের শিকার হয়েছি, রিমান্ডে গেছি, এমনকি গুলিবিদ্ধ হয়েও চিকিৎসা পাইনি। তাই একজন বিপ্লবের অংশীদার হিসেবে সংসদে যাওয়ার অধিকার আমারও রয়েছে।"