আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানিয়েছেন, "আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড"।
শনিবার (১৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
এর আগে, শুক্রবার (১৪ মার্চ) দিবাগত মধ্যরাতে আরেকটি পোস্টে তিনি লিখেছিলেন, "যে পথ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে, ঠিক সে পথ দিয়েই আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে।"
তার এ ধরনের মন্তব্য রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি করেছে। আওয়ামী লীগ বা সংশ্লিষ্ট কোনো পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।