রোববার ১৬ মার্চ ২০২৫, চৈত্র ১ ১৪৩১, ১৬ রমজান ১৪৪৬

ব্রেকিং

গণপরিষদের মাধ্যমে সংস্কার না হলে টিকবে না: নাহিদ চট্টগ্রামের ভাষায় প্রধান উপদেষ্টার ভাষণে উচ্ছ্বসিত রোহিঙ্গারা ঘরে ফেরার স্বপ্নে বিভোর জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক: নির্বাচনকেন্দ্রিক সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি বিএনপির ন্যূনতম মজুরি: বিক্ষোভ-কর্মবিরতিতে ট্যানারিতে উৎপাদন ব্যাহত দেশের ব্যাংক খাতে কোটিপতি হিসাবের সংখ্যা বাড়ছে দ্রুতগতিতে সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক দিনের ছুটি ঘোষণা! রাজশাহীতে পদ্মা ও বাংলাবান্ধা ট্রেনের মধ্যে সংঘর্ষ ধর্ষকের বিচার ৯০ দিনে নয়, সাত দিনে দেখতে চাই: জামায়াত আমির চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজ, এলো ২৬ হাজার টন আতপ চাল জামালপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ গাজীপুরে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ নিহত তিন হাইকোর্টে আবরার ফাহাদ হত্যার রায় রোববার রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত গুতেরেসের ‘৪১ দেশের’ ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার ভাবনা ট্রাম্প প্রশাসনের ‘ট্রাম্পবিদ্বেষী’ দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র

রাজনীতি

নির্বাচন আমাদের অভ্যন্তরীণ বিষয়: মির্জা ফখরুল

 প্রকাশিত: ১৭:৪১, ১৫ মার্চ ২০২৫

নির্বাচন আমাদের অভ্যন্তরীণ বিষয়: মির্জা ফখরুল

মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশের নির্বাচনের টাইমফ্রেম (সময়সীমা) সম্পর্কে জানানোর প্রয়োজন নেই, কারণ এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তিনি বলেন, "নির্বাচন আমাদের অভ্যন্তরীণ বিষয়। টাইমফ্রেমের কথা কেন তাদেরকে (জাতিসংঘ) বলবো?" এই মন্তব্যটি তিনি শনিবার (১৫ মার্চ) জাতিসংঘের মহাসচিবের সঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতাদের গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন।

বৈঠক শেষে মির্জা ফখরুল আরও বলেন, জাতিসংঘের মহাসচিবকে তারা নির্বাচন সংক্রান্ত সংস্কারের বিষয়ে অবহিত করেছেন। তিনি উল্লেখ করেন যে, ‘সংস্কার সম্পর্কে জাতিসংঘ মহাসচিবকে অবহিত করা হয়েছে। আমরা জাতিসংঘের মহাসচিবকে বলে এসেছি সংস্কারের বিষয়ে। আর সংস্কার তো অবশ্যই করতে হবে। সংস্কারের কথা তো আমরাই আগে বলেছি।’

তিনি আরও বলেন, নির্বাচনের জন্য যেসব সংস্কারের প্রয়োজন তা দ্রুত শেষ করতে হবে, এবং নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে বাকি সংস্কারগুলি করা হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, তারা মনে করেন, সংস্কার ও নির্বাচন বিষয়ক সিদ্ধান্ত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং দেশের জনগণকেই তা নির্ধারণ করতে হবে। তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব আশাবাদ ব্যক্ত করেছেন যে, আগামীতে বাংলাদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং আগামীর নির্বাচন একটি নজির স্থাপন করবে।

বৈঠক শেষে জামায়াতে ইসলামী দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি। একটা ফেয়ার নির্বাচনের বিষয়ে বলেছি, টেকসই গণতন্ত্র ও জাতীয় ঐক্যের ব্যাপারে কথা বলেছি। জাতিসংঘের মহাসচিব আমাদের অধিকাংশ বক্তব্য সমর্থন করেছেন। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নিয়ে জাতিসংঘ মহাসচিব আশাবাদী।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, তারা জাতিসংঘের কাছে আন্তর্জাতিক মানদণ্ডে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে সহায়তা চেয়েছেন। তিনি আরও বলেন, তারা সংস্কার এবং নির্বাচনের বিষয়ে ঐকমত্য প্রকাশ করেছেন এবং তাদের অবস্থান তুলে ধরেছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘বৈঠকে সংস্কার নিয়ে জাতীয় নাগরিক পার্টির অবস্থান তুলে ধরা হয়েছে। সংস্কার ও গণহত্যার বিচারে জনগণের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সংস্কারের মৌলিক ভিত্তি এই সরকারের আমলেই তৈরি করতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন কাজে দেবে না। এছাড়া, সংবিধান ও গণপরিষদ নিয়েও আমাদের অবস্থান তুলে ধরেছি।’

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, জাতিসংঘের কাছে তাদের আবেদন রয়েছে যাতে গণহত্যা সম্পর্কিত জাতিসংঘের সুপারিশ বাস্তবায়নে সহায়তা করা হয়। তিনি আরও জানান, এখনও শেখ হাসিনার আত্মীয়রা জাতিসংঘের তিনটি প্রতিষ্ঠানে কাজ করছেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ, সদস্য ড. ইফতেখারুজ্জামান এবং বদিউল আলম মজুমদার প্রমুখ।