প্রশাসনের ঢিলেমিতে অপরাধীরা রেহাই পাচ্ছে: রিজভী

প্রশাসনের ঢিলেমিতে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে: রিজভী
নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি এখনো বহাল রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (১৪ মার্চ) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রশাসনের দুর্বল ভূমিকার কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। তিনি দাবি করেন, অতীতের অনাচারের ধারাবাহিকতায় এখনো নারীরা ও শিশুরা নিরাপদ নয়।
রিজভী বলেন, জনগণের প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকারের অধীনে দ্রুত আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। তবে প্রশাসনের ঢিলেঢালা ভূমিকার ফলে অপরাধীরা আশকারা পাচ্ছে, যা সমাজের জন্য ভয়াবহ সংকেত।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব অপরাধের বিচার না হলে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের সক্ষমতা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন উঠবে।
নারী নির্যাতনকারী ও হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানান রিজভী। একই সঙ্গে, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে দেশের প্রতিটি জেলায় বিএনপির আইনি ও স্বাস্থ্য পরামর্শ সেল গঠনের ঘোষণা দেন তিনি।