রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ

সৌজন্য সাক্ষাৎ
রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে তিনি মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন এবং দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করেন।
সাক্ষাৎ শেষে জামায়াতের নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের জানান, জামায়াত ভবিষ্যতে কেমন বাংলাদেশ দেখতে চায়, সে বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে।
এছাড়া, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সহায়তার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানানো হয়। আলোচনায় বাংলাদেশে রাশিয়ার বিনিয়োগের আগ্রহ এবং আসন্ন নির্বাচন নিয়েও আলোচনা হয়।