বুধবার ১২ মার্চ ২০২৫, ফাল্গুন ২৮ ১৪৩১, ১২ রমজান ১৪৪৬

ব্রেকিং

মাগুরার শিশুটির অবস্থার ‘অবনতি’, দোয়া চাইলেন প্রেস সচিব লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর আপাতত ইসিতে থাকলেও স্বাধীন ডেটা অথরিটির কাছেই যাবে এনআইডি ড. ইউনূসের তিন শূন্যের পৃথিবী : শোষণ ও দূষণমুক্ত বিশ্বের সম্ভাবনা বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার নির্দেশ হাইকোর্টের শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না: হাই কোর্ট মোয়াল্লেমের ব্যাগ ও পকেটে ৫০ লাখ টাকার স্বর্ণ কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৩ জনের যাবজ্জীবন সারা দেশে চিকিৎসকদের ধর্মঘট রিয়াজ হত্যা: সাবেক প্রতিমন্ত্রী পলকসহ দুই ঢাবি ছাত্রলীগ নেতা রিমান্ডে এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ঘর, ১৫ লাখ টাকার ক্ষতি সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যার তিনদিন পর মরদেহ ফেরত দিল বিএসএফ মাদ্রাসা ছাত্র হত্যা: সাবেক এমপি সোলায়মান সেলিম রিমান্ডে সিলেটে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ২ এনসিপি ‘গোলমাল’ করে নির্বাচন ‘পেছাতে চাইছে’: ফারুক আলোচনায় বসবো না, যা ইচ্ছা করুন: ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট কানাডার ওপর শুল্ক দ্বিগুণের ঘোষণা দিয়ে পিছু হটল যুক্তরাষ্ট্র

রাজনীতি

এনসিপি ‘গোলমাল’ করে নির্বাচন ‘পেছাতে চাইছে’: ফারুক

 প্রকাশিত: ১৪:০৮, ১২ মার্চ ২০২৫

এনসিপি ‘গোলমাল’ করে নির্বাচন ‘পেছাতে চাইছে’: ফারুক

নতুন আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নানা ধরনের ‘গোলমাল’ করে জাতীয় সংসদ নির্বাচনকে ‘পিছিয়ে নেওয়ার চেষ্টা করছে’ বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের জয়নুল আবদিন ফারুক।

রাষ্ট্র সংস্কারের কাজে সময় ব্যয় হওয়ায় আওয়ামী লীগ যাতে ফের মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ প্রকাশেরও দাবি রেখেছেন তিনি।

ফারুক বলেন, “যারা আয়না ঘরে দীর্ঘদিন থেকে, জেলে থেকে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে, এই নতুন দল আবার যেন এমন একটি গোলমাল শুরু করে নির্বাচনকে বিলম্বিত করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এই কথাগুলো জনগণ বলা শুরু করেছে।”

বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে ফারুক কথা বলছিলেন।

অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি রেখে তিনি বলেন, “তাই আমাদের দল বিএনপি এই সরকারের স্পষ্টভাবে বলে দিয়েছেন, সংস্কার অবশ্যই করবেন কিন্তু সংস্কারের নামে আবার আওয়ামী প্রেত্মাতারা সুযোগ বুঝে কোপ মারবে, এটা থেকে বিরত থাকতে হলে আপনাকে অনতিবিলম্বে একটি নির্বাচনের রোডম্যাপ দেওয়া উচিত।”

‘এনসিপি’ গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন করার একটা পরিকল্পনা এই সরকারের কাছে পেশ করেছে জানিয়ে ফারুক বলেন, “সরকারকে বলব, আমি গণপরিষদ বুঝি না, আমি বুঝি একটাই, আমার বিরুদ্ধে ৮৪টা মামলা ছিল, ১৬ বছরে ৯ বছর জেলে ছিলাম, একজন রাজনৈতিক কর্মী স্বাধীনতা যোদ্ধা হিসেবে প্রফেসর মুহাম্মদ ইউনুসের কাছে দাবি করতে চাই, গণপরিষদ নয়, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্কা একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন।

“যেখানে মৃত ব্যক্তির ভোট নয়, বিচারপতি সাহাবুদ্দিন আহমেদের মতো রশি টানিয়ে এমন একটি নির্বাচন উপহার দেন যেই নির্বাচনের মধ্য দিয়ে আন্দোলনরত সকল দল অংশ গ্রহন করে সরকার গঠন করতে পারে এবং সংসদ গিয়ে যত সংস্কার আছে সব সংস্কার আলোচনা করে সমাধান করবে।”

ফারুকের কথায়, “রাজনৈতিক দলগুলো যারা আন্দোলন করেছিল তারেক রহমানের নেতৃত্বে তাদের দাবি দ্রুত নির্বাচন দিন।“

বিএনপির এই নেতা মনে করছেন, পতিত সরকারের বিচার করতে চাইলে এই মুহূর্তে দেশের জনপ্রতিনিধির সরকার প্রয়োজন।

“আর বিলম্ব নয়, অনতিবিলম্বে মানুষের ভোটের নিশ্চিয়তা দিয়ে সুষ্ঠু ভোটের ব্যবস্থা করুন।”

গণতন্ত্র ফোরামের উদ্যোগে সারাদেশে নারী সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারহীনতার প্রতিবাদে এই নাগরিক সমাবেশ হয়।

গণতন্ত্র ফোরামের সভাপতি খলিলুর রহমান ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে ও কৃষক দলের আব্দুল্লাহ আল নাইমের সঞ্চালনায় সমাবেশে তাঁতী দলের কাজী মনিরুজ্জামান, কৃষক দলের জাহাঙ্গীর আলম, কাদের সিদ্দিকী, মমিনুর রহমান সুজন, গণতন্ত্র ফোরামের ইসমাইল হোসেন সিরাজীসহ আরো কয়েকজন বক্তব্য রাখেন।