রোববার ০৯ মার্চ ২০২৫, ফাল্গুন ২৫ ১৪৩১, ০৯ রমজান ১৪৪৬

ব্রেকিং

ভিডিও ফুটেজ দেখে অপরাধী শনাক্ত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ঈদের আগেই চলতি মাসের বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে: আইন উপদেষ্টা মাগুরার শিশুকে ধর্ষণ: ১৮০ দিনে বিচার শেষ করার নির্দেশ মাগুরার সেই শিশুর সব ছবি ইন্টারনেট থেকে অপসারণের নির্দেশ মাগুরার শিশুটিকে দেখলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, বললেন ‘সরকার তৎপর’ কেরাণীগঞ্জে অন্তঃসত্ত্বা তরুণীকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ২ চাঁদপুরে চুলার গ্যাস বিস্ফোরণে এক পরিবারের ৬ জন দগ্ধ শান্তিবাগে মুদি দোকানির দুই হাতের রগ কাটল দুর্বৃত্তরা মাগুরায় শিশু ধর্ষকের ফাঁসির দাবিতে আদালত চত্বর ঘেরাও ছাত্র-জনতার গাজীপুরে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার যৌন নিপীড়ন: নরসিংদীতে পিটুনি, চাঁপাইনবাবগঞ্জে ‘চুনকালি’ সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত গাজায় ২০ লাখের বেশি মানুষের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নেই : আল জাজিরা ভিড়ে ঠাসা মেট্রোরেলে নারীদের ‘ভোগান্তি’, চান আরও আলাদা বগি বাংলাদেশে সরকার পরিবর্তন হলে ভারতের সঙ্গে সম্পর্ক বদলাতে পারে: ভারতীয় সেনাপ্রধান সিরিয়ায় সরকারি বাহিনী ও আসাদপন্থিদের লড়াইয়ে নিহত ‘হাজার ছাড়িয়েছে’

রাজনীতি

জরিপে জনগণের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অসন্তোষ

 প্রকাশিত: ২৩:০৬, ৮ মার্চ ২০২৫

জরিপে জনগণের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অসন্তোষ

"জনগণের নির্বাচন ভাবনা: ফেব্রুয়ারি-মার্চ ২০২৫" শীর্ষক একটি জরিপে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সাধারণ মানুষের অসন্তোষ প্রকাশ পেয়েছে। ইনোভিশন কনসালটিং নামক সংস্থাটি এই জরিপটি পরিচালনা করেছে, যার মাধ্যমে দেশের ৬৪টি জেলার ১০,৬৯৬ জন ভোটার তাদের মতামত তুলে ধরেছেন। এদের মধ্যে ৯,৮২৩ জন বিভিন্ন পেশার মানুষ এবং ৮৭৩ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

জরিপের ফলাফল অনুযায়ী, জনগণের প্রধান অভিযোগ ছিল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং দুর্নীতি দমন। তবে রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কারের মতো বিষয়গুলো জনগণের কাছে কম গুরুত্বপূর্ণ বলে জরিপে উল্লেখ করা হয়েছে। অর্থনৈতিক অস্থিরতা এবং সরকারের অপূর্ণ প্রতিশ্রুতির কারণে জনগণের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি সবার শীর্ষে রয়েছে, তবে আওয়ামী লীগ সামান্য পিছিয়ে রয়েছে। তরুণ ভোটারদের মধ্যে সবচেয়ে বেশি সমর্থন বিএনপির দিকে, যা নির্বাচনের পরবর্তী প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

জরিপে অংশগ্রহণকারী ভোটারদের মধ্যে ৭৭% গ্রামাঞ্চলের এবং ২৩% শহরাঞ্চলের বাসিন্দা ছিলেন। লিঙ্গভিত্তিক বণ্টন অনুযায়ী, ৫৫% পুরুষ এবং ৪৫% নারী ছিলেন। প্রজন্মভিত্তিক শ্রেণিবিন্যাসে ৩৬% জেনারেশন জেড, ৩৪% মিলেনিয়াল, ১৮% জেনারেশন এক্স, ৮% বুমার্স ২, ৩% বুমার্স এবং ১% পোস্ট ওয়ার প্রজন্ম।

বিভিন্ন অঞ্চলের ভোটারদের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২৬% ভোটার ছিলেন, পরবর্তীতে চট্টগ্রাম ১৯%, রাজশাহী ১৩%, খুলনা ১২%, রংপুর ১১%, ময়মনসিংহ ৭%, সিলেট ৬% এবং বরিশাল ৬% ভোটার উপস্থিত ছিলেন।

ভোটারদের প্রধান প্রত্যাশা ছিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, তবে রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কারের মতো বিষয়গুলো তুলনামূলকভাবে কম গুরুত্ব পেয়েছে। জরিপে দেখা গেছে, মাত্র ২.৬২% ভোটার মনে করেন সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সফল হয়েছে, এবং ৫৫.০৫% ভোটার একেবারেই সন্তুষ্ট নন।

এছাড়া, ৫৮.২৮% ভোটার মনে করেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি, ৭৪.২১% বিশ্বাস করেন কর্মসংস্থান পরিস্থিতির উন্নতি ঘটেনি, এবং ৬৮% ভোটার মনে করেন সরকার সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে।

ভবিষ্যৎ সরকারের জন্য ভোটারদের প্রধান দাবিগুলো ছিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং সরকারি পরিষেবায় দুর্নীতি হ্রাস। রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কারের মতো বিষয়গুলো তুলনামূলকভাবে কম গুরুত্ব পেয়েছে।

এছাড়া, বিএনপি নির্বাচনের রোডম্যাপ চেয়েছে, যা আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। জরিপটি স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে, জনগণ বর্তমান সরকারের প্রতি আস্থা হারিয়েছে এবং ভবিষ্যত সরকারের কাছে তাদের প্রধান দাবিগুলো হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা।