গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে চায় জাতীয় নাগরিক পার্টি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘সেকেন্ড রিপাবলিক’ প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচনের দাবি করছে এবং তাদের মতে, এই নির্বাচন সংসদ নির্বাচনের সঙ্গে একসঙ্গে হতে পারে। মঙ্গলবার (৪ মার্চ ২০২৫) দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেন।
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে। এর মাধ্যমে একটি নতুন কাঠামো এবং নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।” তিনি আরও জানান, গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান প্রণয়নে সহায়ক হবে এবং এটি প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের সুযোগ সৃষ্টি করবে।
সকাল বেলা সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। এরপর তারা ঢাকার রায়েরবাজার কবরস্থানে গিয়ে জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ ছাত্র–জনতার কবর জিয়ারত করেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলে নাহিদ ইসলাম বলেন, “পুরোনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ নির্মাণ সম্ভব নয়। শুধু সরকার পরিবর্তন করেই গণতন্ত্র ও জনগণের কল্যাণ নিশ্চিত করা যাবে না।”
তিনি আরও বলেন, “চব্বিশের যে গণ-অভ্যুত্থান হয়েছে, ছাত্র-জনতা রক্ত দিয়েছে, তাতে কেবল সরকার পরিবর্তন নয়; বরং শাসনকাঠামো ও সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ ও সাম্য নিশ্চিত করা সম্ভব হবে।”
এনসিপি আহ্বায়ক বলেন, “১৯৪৭ থেকে ২০২৪-এর সমস্ত লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি”। তিনি বলেন, স্বাধীনতার পরও আমাদের সার্বভৌমত্ব বারবার হুমকির মুখে পড়েছে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। তাই নতুন সংবিধান গড়ে তোলার জন্য গণপরিষদ নির্বাচন অপরিহার্য।
নাহিদ ইসলাম সরকারের প্রতি দাবি জানিয়েছেন, তিনি বলেন, ‘বিচারের পর সংস্কার কার্যক্রম করে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্রুত জাতীয় সংলাপে গিয়ে আমাদের জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন আমরা দেখতে চাই।’
এদিকে, দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, “যতদিন না খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখা যাবে, ততদিন কেউ যেন নির্বাচনের কথা না বলে।” দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহও একই কথা বলেন এবং সরকারের কাছে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
এনসিপির এই উদ্যোগ এবং কার্যক্রম শুরু হওয়ায় দলটির সদস্যরা গঠনতন্ত্র প্রণয়ন এবং নিবন্ধন প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা করছেন।