মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ফাল্গুন ২০ ১৪৩১, ০৪ রমজান ১৪৪৬

ব্রেকিং

৫,৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেবে সরকার পতেঙ্গায় পুলিশকে মারধরের ঘটনায় জড়িত সবাই আটক: স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন উপদেষ্টা সি আর আবরার, পাচ্ছেন শিক্ষার দায়িত্ব হাসিনার ফাঁসির আগে নির্বাচন নিয়ে কথা নয়: সারজিস সিভিল রেজিস্ট্রেশন কমিশন করতে আইনের খসড়া হচ্ছে হাসিনার কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘মানসিক প্রশান্তি’ সারিয়ে তুলছে খালেদা জিয়াকে: ব্যক্তিগত চিকিৎসক মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সসীমা নিয়ে আপিলের পরবর্তী শুনানি ১২ মার্চ বাস চালককে লাঠি দিয়ে ‘পেটালেন ইউএনও’, প্রতিবাদে শ্রমিক বিক্ষোভ কেবল সরকার বদলে জনকল্যাণ সম্ভব নয়: নাহিদ তারেক রহমান-মামুনের দণ্ডের বিরুদ্ধে আপিলের রায় ৬ মার্চ গুমের শিকার ৩৩০ জনের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ: গুম সংক্রান্ত কম ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ শহীদ হতে মায়ের দোয়া চেয়েছিলেন খুবাইব মিয়ানমারের জান্তাপ্রধান রাশিয়ায়, বসছেন পুতিনের সঙ্গে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করলেন ট্রাম্প

রাজনীতি

আমি আর রাজনীতি করব না: কামাল মজুমদার

 প্রকাশিত: ১৭:৪১, ৩ মার্চ ২০২৫

আমি আর রাজনীতি করব না: কামাল মজুমদার

কামাল মজুমদার

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বলেছেন, তিনি আর রাজনীতি করবেন না এবং আওয়ামী লীগের সদস্যপদ থেকেও অব্যাহতি নিয়েছেন।

সোমবার (৩ মার্চ) সকালে কাফরুল থানায় দায়ের করা আতিকুল ইসলাম হত্যা মামলায় কামাল মজুমদারসহ ছয়জনকে সিএমএম আদালতে হাজির করা হয়। অন্যান্য আসামিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন এবং এ কে এম শহিদুল হক। পুলিশ মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত।


কামাল মজুমদার আদালতে তার জামিন না হওয়া নিয়ে রাগান্বিত ছিলেন এবং আইনজীবীকে প্রশ্ন করেছিলেন কেন জামিন আবেদন করা হচ্ছে না। পরে আদালতে এসে তিনি কাঁদতে কাঁদতে বিচারককে বলেন, “মাননীয় আদালত, আমার বয়স এখন ৭৬ বছর। আমি ডায়াবেটিসের রোগী। কারা কর্তৃপক্ষ আমাকে ডায়াবেটিক মাপার মেশিনও নিতে দিচ্ছে না।”

তিনি আরো অভিযোগ করেন, তাকে এবং তার অন্য সহকর্মীদের আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। কামাল মজুমদার তখন বলেন, “মাননীয় আদালত, আমি আর রাজনীতি করব না। আমি আওয়ামী লীগের সদস্যপদ থেকেও অব্যাহতি নিয়েছি।”

আদালতে কামাল মজুমদার দাবি করেন যে, তার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে এবং তাকে নির্যাতন করা হচ্ছে। তিনি বলেন, “এই বয়সে আমি নাতি-নাতনির সঙ্গে খেলা করার কথা।” আদালত তার আবেদন বিবেচনা করে তাকে নিয়মিত আদালতে আবেদন করতে বলেন।

পরে আদালতের বারান্দায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কামাল মজুমদার ঘোষণা করেন, “আজ থেকেই আমি রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছি। আমি আর রাজনীতি করব না।” সাংবাদিকরা তার সিদ্ধান্তের কারণ জানতে চাইলে তিনি বলেন, “এই দেশে রাজনীতি করার পরিবেশ নেই, ৭৬ বছর বয়সে রাজনীতি করা সম্ভব নয়। আমরা চাই, নতুন যুব নেতৃত্ব আসুক।”

কামাল মজুমদার ২০০৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি মিরপুর এলাকায় প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত এবং ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত সামাজিক বিচার কমিটি নামে একটি বিতর্কিত বিচারব্যবস্থা চালু করেছিলেন।