সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ফাল্গুন ১১ ১৪৩১, ২৫ শা'বান ১৪৪৬

ব্রেকিং

সরকার লক্ষ্য থেকে ‘কিছুটা হলেও বিচ্যুত হচ্ছে’: তারেক রহমান সব কিছু মিলিয়ে যৌক্তিক সময়ের ভেতরেই তফসিল: নির্বাচন কমিশনার অন্তর্বর্তী সরকারের দুটি ডেটলাইন নিয়ে এগুচ্ছে নির্বাচন কমিশন : সিইসি সারা দেশে অপারেশন ডেভিল হান্টে আরও ৫৮৫ জন গ্রেপ্তার বাংলাদেশকেই ঠিক করতে হবে তারা কেমন সম্পর্ক চায়: জয়শঙ্কর ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা এস আলমের ৮ হাজার ১৩৩ কোটি টাকা অবরুদ্ধের আদেশ বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বাণিজ্য শুরু ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা চার ডিআইজি অবসরে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি হাসপাতাল পরিদর্শনে গিয়ে ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ নির্দেশ দেন হাসিনা: চিফ প্রসিকিউটর কোনো দলের তল্পিবাহক হবেন না, পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস রাখতে পরিপত্র জারি অনুতাপ ও বিবেকবোধ থেকে ছাত্রশিবিরের মধুর ক্যান্টিনে আসা উচিত নয়: ছাত্রদল ছাত্রদল ছাত্রলীগের পথ অনুসরণ করছে: শিবির এইচএসসির ফরম পূরণ শুরু ২ মার্চ, সর্বোচ্চ ফি ২৭৮৫ টাকা বাসায় ঢুকে পায়ে গুলি, ‘ব্যাচেলর পয়েন্টের’ আজাদ হাসপাতালে নেতানিয়াহু চুক্তি নস্যাৎ করতে ‘নোংরা খেলা’ খেলছেন: হামাস

রাজনীতি

বিএনপির নির্বাহী কমিটির বর্ধিত সভা ২৭ ফেব্রুয়ারি

 প্রকাশিত: ২০:০২, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপির নির্বাহী কমিটির বর্ধিত সভা ২৭ ফেব্রুয়ারি

আগামী ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিএনপির নির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদের এলডি হলে এই সভায় সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় অন্তত চার হাজার নেতাকর্মীর উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, এই সভায় নির্বাহী কমিটির সদস্য, ২০১৮ সালে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী, সাংগঠনিক জেলা ও উপজেলা পর্যায়ের সভাপতি-সেক্রেটারি, বিভিন্ন উপ-কমিটির সদস্যসহ মনোনয়ন ফরম ক্রয়কারীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ‘বর্ধিত সভায় দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, জেলা, মহানগর, থানা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেবেন।’
নির্বাহী কমিটির এই বর্ধিত সভায় এবার তৃণমূলের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে। দলের শীর্ষ নেতৃত্ব বিশেষভাবে আগ্রহী আগামী জাতীয় নির্বাচন, সম্ভাব্য দেশের পরিস্থিতি, করণীয় ও কর্মসূচি নিয়ে তৃণমূলের মতামত শুনতে।

স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, ‘দেশ এক পরিস্থিতি থেকে আরেক পরিস্থিতিতে উত্তীর্ণ হয়েছে। তাই আগামী করণীয় নিয়ে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে চায় বিএনপির শীর্ষ নেতৃত্ব।’

সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশ কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন বলে ধারণা করা হচ্ছে।

তার নির্দেশনার মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয়:

  • আগামী নির্বাচনকে সামনে রেখে দলের অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ় করা।
  • দলের বিরুদ্ধে চলমান নানামুখী তৎপরতার বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করা।
  • আন্দোলনে নিহত, আহত ও ত্যাগী নেতাকর্মীদের এবং তাদের পরিবারের প্রতি দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা।
  • নির্বাচনে প্রার্থিতা, দলীয় ঐক্য বজায় রাখা ও নির্বাচনি কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশনা প্রদান।

স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘বর্ধিত সভায় কী আলোচনা হবে বা নির্দেশনা আসবে, তা স্থায়ী কমিটিতে আলোচনা শেষে চূড়ান্ত করা হবে।’

বিএনপির এক প্রভাবশালী দায়িত্বশীল নেতা জানান, লন্ডন থেকে দল পরিচালনা করায় তারেক রহমান নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানাতে পারেন। একইসঙ্গে, বিগত সরকারের সময় বহিষ্কৃত নেতাকর্মীদের জন্য বিশেষ বার্তাও আসতে পারে।
উল্লেখ্য, ২০১৮ সালে অনুষ্ঠিত বিএনপির বর্ধিত সভায় সভাপতিত্ব করেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া এবং অনলাইনে যুক্ত ছিলেন তারেক রহমান। হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত সেই সভাকে কেন্দ্র করে বিএনপির অনেক নেতাকর্মী গ্রেফতার হয়েছিলেন। তবে এবারের সভায় তেমন প্রতিকূল পরিস্থিতির আশঙ্কা নেই বলে মনে করছে দলীয় নেতৃত্ব।