শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ফাল্গুন ১০ ১৪৩১, ২৩ শা'বান ১৪৪৬

রাজনীতি

একুশে ফেব্রুয়ারি আমাদের লড়াই করতে উদ্বুদ্ধ করেছে: বিএনপি

 আপডেট: ১৭:৪৪, ২১ ফেব্রুয়ারি ২০২৫

একুশে ফেব্রুয়ারি আমাদের লড়াই করতে উদ্বুদ্ধ করেছে: বিএনপি

bnp

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বিএনপি। পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভাষা আন্দোনের সোপান পেরিয়ে আমরা ধীরে ধীরে স্বাধীনতা যুদ্ধের দিকে এগিয়ে গেছি। যখন আমরা স্বৈরাচারের কবলে পড়েছি, তখন একুশে ফেব্রুয়ারি আমাদের লড়াই করতে উদ্বুদ্ধ করেছে।

তিনি বলেন, ‘একুশের প্রেরণায় আমরা দীর্ঘ ১৬-১৭ বছর সংগ্রাম করেছি। আমাদের অসংখ্য নেতাকর্মীকে খুন করা হয়েছে, ক্রসফায়ার দেওয়া হয়েছে। এই প্রেরণায় দীর্ঘ রক্তাক্ত পথ পেরিয়ে জুলাই-আগস্ট হয়েছে।’

এক প্রশ্নের জবাবে সিনিয়ার এই নেতা বলেন, ‘সবার আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। পরে যে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে, তাদের মধ্য দিয়েই স্থানীয় সরকার নির্বাচন হবে। গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকবে। নির্বাচন দীর্ঘায়িত করা উচিত হবে না।’