মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, মাঘ ২৯ ১৪৩১, ১২ শা'বান ১৪৪৬

ব্রেকিং

সাড়ে ১৬ হাজার ‘গায়েবি মামলা’ প্রত্যাহার হচ্ছে: আসিফ নজরুল আশুলিয়ায় স্বামী-স্ত্রীসহ ৩ পোশাক শ্রমিকের লাশ উদ্ধার জুলাই অভ্যুত্থানের নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন বুধবার কোনো অপরাধীকে ‘বাইরে’ দেখতে চান না স্বরাষ্ট্র উপদেষ্টা ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি ইতিহাসের সেরা নির্বাচন হবে এবার: ইউএনডিপি বইমেলার স্টলে হট্টগোলের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা, দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ গণহত্যার আসামির জামিনে বিচারকদের ‘সতর্ক’ থাকতে বললেন আইন উপদেষ্টা দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম ‘সাগর-রুনি হত্যায় যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা মুখ খুলেছেন’ সাগর-রুনি হত্যার ১৩ বছর: তদন্ত নিয়ে এখনও ধোঁয়াশায় পরিবার জুনের মধ্যে বাংলাদেশি পাসপোর্ট পাচ্ছেন সৌদিতে থাকা ৬৯ হাজার রোহিঙ্গা ‘আরাকান আর্মির হাতে’ ৪ বাংলাদেশি জেলে অপহৃত জিম্মি মুক্তি না দিলে গাজায় যুদ্ধবিরতি বাতিল হওয়া উচিত: ট্রাম্প ইসরায়েলি জিম্মি মুক্তি স্থগিত করেছে হামাস

রাজনীতি

ঐক্যবদ্ধ না থাকলে অভ্যুত্থানের উদ্দেশ্য সফল হবে না: মান্না

 প্রকাশিত: ১৯:১২, ১১ ফেব্রুয়ারি ২০২৫

ঐক্যবদ্ধ না থাকলে অভ্যুত্থানের উদ্দেশ্য সফল হবে না: মান্না

জাতীয় স্বার্থে সকলে ঐক্যবদ্ধ না থাকলে ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের উদ্দেশ্য সফল করা সম্ভব হবে না’ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক কর্মসূচিতে দুটি দেশের উদাহরণ টেনে তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশও ‘সামনের দিকে এগিয়ে যাবে’।

সরকার পতনের ছয় মাস পর নানা ঘটনাপ্রবাহ ও বিভিন্ন বিষয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে সামিল হওয়া পক্ষগুলোর মধ্যে মতানৈক্য দেখা যায়।

মিশরের গণঅভ্যুত্থানের বিষয়টি তুলে ধরে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, “সেখানে দলগুলো দলাদলি করতে করতে গিয়ে গণতন্ত্র চলে গেছে, সমৃদ্ধির সম্ভাবনা চলে গেছে। আর তার পাশে আছে তিউনেশিয়া… সেটা আরও দরিদ্র দেশ ছিল।

“সেই দেশে যত মারামারি-কাটাকাটি-দলাদলি থাক না কেন সবাই উপলব্ধি করেছে যে, আমরা যদি একসাথে কাজ না করি তাহলে দেশ গড়ে উঠবে না। তারা সেই একত্রিত হবার জন্যে ঐক্য গড়ে তুলবার জন্যে সংগ্রাম করেছে। তিউনিশিয়া সামনের দিকে এগিয়ে যাচ্ছে।”

মান্না বলেন, “আমি বিশ্বাস করি, আজকের বাংলাদেশও সামনের দিকে এগুবো, আমরাও আমাদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে সবাই পৌঁছাতে পারব যদি আমরা সকলে ঐক্যদ্ধ থাকি দেশ ও জাতির স্বার্থে।”

প্রত্যেকে বিশ্বাস করে এদেশে বদলে দেওয়া সম্ভব এবং দেশ গড়া এখন থেকে চলবে, এই মন্তব্য করে তিনি বলেন, “হতে পারে মাঝে মাঝে আপনারা দেখবেন বৈষম্য, মাঝে মাঝে আপনারা দেখবেন বৈরিতা, মাঝে মধ্যে দেখবেন দলে দলে বিভক্তি।

“তারপরেও শেষ বিচারে আমরা একটা জায়গায় ঐক্যবদ্ধ থাকতে চাই সেটা হচ্ছে দেশের স্বার্থ, জাতীয় স্বার্থ।”

২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে হতাহতদের পরিবারের উদ্যোগে আহতদের সুচিকিৎসা ও রাষ্ট্রীয় পুনর্বাসনের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়।

সে কর্মসূচিতে নাগরিক ঐক্যের সভাপতি মান্না অন্তর্বর্তী সরকারকে আরো দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

জাতীয় প্রেসক্লাবের সামনে তিন ঘণ্টার এই কর্মসূচির প্রধান অতিথি মান্না আহতদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।

‘২৪ গণঅভ্যুত্থান শহীদ ও আহত পরিবার’ এর আহ্বায়ক রেজাউল কবির রেজা কর্মসূচিতে সভাপতিত্ব করেন।

সেখানে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মহানগর দক্ষিণ বিএনপির আরিফা সুলতানা রুমা, মুক্তিযোদ্ধা দলের মিয়া মো. আনোয়ার।