মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, মাঘ ২৯ ১৪৩১, ১২ শা'বান ১৪৪৬

ব্রেকিং

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন? ‘আশ্বাস পেয়েছেন’ ফখরুলরা প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর সুপারিশ ছোট-বড় সব অপরাধী ডেভিল হান্টে ধরা পড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা সারা দেশে ‘ডেভিল হান্ট’সহ অন্যান্য অভিযানে গ্রেপ্তার ১৫২১ হজ: হাতে মাত্র চার দিন, চুক্তি বাকি অর্ধেক এজেন্সির দেশে যেন কোনো সহিংসতা-হানাহানি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে: আহত ও শহিদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর অব্যাহতি বাতিল হজে শিশু নেওয়ার ওপর নিষেধাজ্ঞা দিল সৌদি আরব লন্ডনে বাংলায় স্টেশনের নাম: ক্ষোভ ব্রিটিশ এমপির, সমর্থন মাস্কেরও সুদহার অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা ৫ প্রতিষ্ঠানে এনআইডির তথ্য ফাঁস, প্রমাণ ইসির হাতে জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় মাহমুদুর রহমান খালাস ৮ দিনে ৬৪ জেলায় সমাবেশের ঘোষণা বিএনপির গাজাবাসীদের উচ্ছেদের ক্ষমতা কারও নেই: এরদোগান

রাজনীতি

‘অপারেশন ডেভিল হান্টে’ গায়েবি মামলা দেওয়া হচ্ছে: জি এম কাদের

 প্রকাশিত: ২০:৪৪, ১০ ফেব্রুয়ারি ২০২৫

‘অপারেশন ডেভিল হান্টে’ গায়েবি মামলা দেওয়া হচ্ছে: জি এম কাদের

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ এর আওতায় গায়েবি মামলা ও রাজনৈতিক দমন-পীড়নের অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, বিরোধী মত দমনে এই অভিযান ব্যবহৃত হচ্ছে, বিশেষ করে জাতীয় পার্টির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তার করা হচ্ছে।

আজ সোমবার এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টির রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে, নেতা-কর্মীদের বাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হচ্ছে। এমনকি গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের জামিনও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

জি এম কাদেরের দাবি, গতকাল গাজীপুর মহানগরের কয়েকজন জাতীয় পার্টির নেতার বিরুদ্ধে ‘গায়েবি মামলা’ দেওয়া হয়েছে। তিনি বলেন, অভিযানকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য হুমকি।

বিবৃতিতে নিরপরাধ জনগণের ওপর হামলা, মামলা ও হয়রানি বন্ধের দাবি জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও রাজনৈতিক কর্মসূচিতে বাধা না দেওয়ার ব্যবস্থা নিতে হবে।