‘অপারেশন ডেভিল হান্টে’ গায়েবি মামলা দেওয়া হচ্ছে: জি এম কাদের
![‘অপারেশন ডেভিল হান্টে’ গায়েবি মামলা দেওয়া হচ্ছে: জি এম কাদের ‘অপারেশন ডেভিল হান্টে’ গায়েবি মামলা দেওয়া হচ্ছে: জি এম কাদের](https://www.onp24.com/media/imgAll/2023June/Kader-2-2502101444.jpg)
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ এর আওতায় গায়েবি মামলা ও রাজনৈতিক দমন-পীড়নের অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, বিরোধী মত দমনে এই অভিযান ব্যবহৃত হচ্ছে, বিশেষ করে জাতীয় পার্টির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তার করা হচ্ছে।
আজ সোমবার এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টির রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে, নেতা-কর্মীদের বাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হচ্ছে। এমনকি গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের জামিনও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
জি এম কাদেরের দাবি, গতকাল গাজীপুর মহানগরের কয়েকজন জাতীয় পার্টির নেতার বিরুদ্ধে ‘গায়েবি মামলা’ দেওয়া হয়েছে। তিনি বলেন, অভিযানকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য হুমকি।
বিবৃতিতে নিরপরাধ জনগণের ওপর হামলা, মামলা ও হয়রানি বন্ধের দাবি জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও রাজনৈতিক কর্মসূচিতে বাধা না দেওয়ার ব্যবস্থা নিতে হবে।