নির্বাচনী প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বৈঠকে বিএনপি
রবিবার বিকাল ৩টা ৩০মিনিটে আগারগাঁও নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বিএনপির একটি প্রতিনিধি দল ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে।
গত নভেম্বরে রাজনৈতিক পটপরিবর্তনের পর অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়। তাদের দায়িত্ব নেওয়ার পর এটিই বিএনপির সঙ্গে প্রথম বৈঠক।
বৈঠকের আগে বিএনপির প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে যোগদানের আগে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, “জাতীয় নির্বাচনের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে আলাপ করতেই আমরা এখানে এসেছি। কমিশনের সংসদ নির্বাচন সংক্রান্ত কাজ-কর্মের বিষয়াদি সম্পর্কে আমরা অবহিত হতে চাই।”
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষে প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ ও সেলিমা রহমান।