শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫, মাঘ ১৯ ১৪৩১, ০২ শা'বান ১৪৪৬

ব্রেকিং

বিশ্ব ইজতেমা: আখেরি মোনাজাত ‘সকাল সোয়া ৯টার মধ্যে’ বিশ্ব ইজতেমায় দুদিনে ৪ মুসল্লির মৃত্যু জুলাই অভ্যুত্থান এবারের বইমেলায় নতুন তাৎপর্য নিয়ে এসেছে : প্রধান উপদেষ্টা সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিটে প্রধান উপদেষ্টা: তরুণরা পুরো বিশ্বকে পাল্টে দিতে পারে তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবি ‘বিশেষভাবে বিবেচনা’ করা হচ্ছে: শিক্ষা মন্ত্রণালয় অন্তর্বর্তী সরকারের সময়েও বিচারবহির্ভূত হত্যা কেন, প্রশ্ন রিজভীর পুরস্কার গ্রহণ করলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্তরা ফ্যাসিবাদের বিচার দেশের মাটিতেই হবে : ডা. শফিকুর রহমান ইজতেমা এলাকায় রাত ১২টা থেকে গণপরিবহন বন্ধ সরকার নিজেরাও জানে না কী চায়: গয়েশ্বর এবার ফিলাডেলফিয়ায় শিশুসহ ৬ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

রাজনীতি

অন্তর্বর্তী সরকারের সময়েও বিচারবহির্ভূত হত্যা কেন, প্রশ্ন রিজভীর

 প্রকাশিত: ১৮:৪২, ১ ফেব্রুয়ারি ২০২৫

অন্তর্বর্তী সরকারের সময়েও বিচারবহির্ভূত হত্যা কেন, প্রশ্ন রিজভীর

বিগত ‘ফ্যাসিস্ট সরকারে’র মত অন্তবর্তীকালীন সরকারের সময়েও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, “শঙ্কা কিন্তু দিন দিন বাড়ছে। কুমিল্লার যুবদলের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে তাকে মৃত ফেরত দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

“যদি ওই ছেলেটি অপরাধী হয় তাহলে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে যেতে পারে। কিন্তু গ্রেপ্তার করে ভয়াবহ ‘টর্চার’ করে মেরে বাবা-মার কাছে ফেরত দেওয়া– এই আমলে হবে কেন।”

শনিবার রাজধানীর নয়া পল্টনে ভাসানী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলছিলেন রিজভী।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোর সখ্যের কথা তুলে ধরে এই বিএনপি নেতা বলেন, “তাকে দেশের মানুষ পছন্দ করে, দেশের একজন গুণী মানুষ যিনি আন্তর্জাতিক সম্মান অর্জন করেছেন, তার সময়ে যদি শেখ হাসিনা সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে তো হোঁচট খাবে জনগণ।”

নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার সরকার গঠন করবে মন্তব্য করে রিজভী বলেন, “আমরা অনেক বিষয় এই সরকারের সমালোচনা করি। আমরা গণতন্ত্রের পথে।

“যখন ভয়ংকর রক্তপিপাসু এক দানবকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছে দেশের শিশু-কিশোর-তরুণ-ছাত্র-জনতা, সেই দেশে কেন আবার শেখ হাসিনার শাসনামলের মত বিচারবহির্ভূত হত্যার ঘটনার পুনরাবৃত্তি হবে, এটা হতে পারে না।”

শুক্রবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তৌহিদের মৃত্যু হয় বলে কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম জানান।

তৌহিদুল ইসলাম কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ইটাল্লা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। তিনি সদরের পাঁচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন।

রিজভী বলেন, “বুঝলাম ছেলেটি খারাপ, বুঝলাম ছেলেটা অপরাধী। অপরাধের বিচার করার দায়িত্ব তো আদালতের।

“আদালত যাতে ঠিক মত কাজ করতে পারে, নির্ভয়ে কাজ করতে পারে, ন্যায়বিচার করতে পারে, এটি নিশ্চিতের দায়িত্ব জনগণের সমর্থিত একটা সরকারের। এই সরকারকে দেশের গণতন্ত্রকামী মানুষ সমর্থন করেছে।”

গত বৃহস্পতিবার তৌহিদুল ইসলাম নামের এক যুবদল নেতাকে যৌথবাহিনীর সদস্যরা আটক করেছিল বলে পরিবারের পক্ষ থেকে থেকে দাবি করা হয়।

‘ঠিকানা বাংলাদেশ’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিতি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক নুরুল ইসলাম খান মাসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব শরীফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুল করীম শাহিন।