সরকার নিজেরাও জানে না কী চায়: গয়েশ্বর
অন্তর্বর্তী সরকারের এই সময়ে ‘দেশ চলছে না’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
দেশের বর্তমান অবস্থা তুলে ধরে শনিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, “এখন যে সরকার আছে সেই সরকার থেকে আপনি কী আশা করেন? এই সরকার যে কী করতে চায় আমি বুঝি না। আর তারা নিজেরাও জানে কি না, বুঝে কি না, তারা কী করতে চায়। তারা একটা গোলকধাঁধার মধ্যে পড়েছে। সংস্কার সংস্কার করতে করতে সব পরিস্কার হয়ে গেছে।
“কিন্তু রাষ্ট্র চলছে না। আপনি বিভিন্ন ব্যবসা কেন্দ্রে যান, বিভিন্ন ডিপার্টমেন্টে যান, আপনাদের ফাইল আটকে রেখেছে। আবার যাদের বিল আটকে রেখেছে তাদের মধ্যে অর্থাৎ আওয়ামী লীগের আমলে যারা কাজ করছে তাদের বিল কিন্তু ঘোরাচ্ছে না।”
তিনি প্রশ্ন রেখে বলেন, “এই যে একটা সরকার ১৬টা বছর থাকলে, প্রশাসনের সহযোগিতা নিয়েই ওই সরকারের লোকজন লুটপাট, দুর্নীতি করেছে। ওই প্রশাসনের লোকেরা কিন্তু যার যার জায়গায় এখনো আছে। শ্রেণিস্বার্থেই তো সব দুর্নীতি এখনো চলমান আছে। এখন তো দেখা যাচ্ছে আগে যেসব কাজকর্ম চলেছে, যেসব অন্যায় নিয়ম-নীতি তৈরি করা হয়েছে, তা দিয়ে তো চলছে।”
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “১৭ বছর মানুষ কেন নিপীড়ন-নির্যাতন-গুম-খুন-মিথ্যা মামলায় পড়ল, কেন মানুষ এতো রক্ত দিল? তার ভোটারাধিকার, তার স্বাধিকার ফেরত পাওয়ার জন্য।
“আমার মনে হয়, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করা ছাড়া এই সরকারের অন্য কোনো দায়িত্বের প্রতি আগ্রহ সন্দেহজনক। এ নিয়ে জনগণের মধ্যে অবিশ্বাস, বিভ্রান্তি, অনাস্থা সৃষ্টি হচ্ছে। নির্বাচনটা যে জরুরি এই বিষয়টা সরকারকে বুঝতে হবে।”
‘স্বাধীন বাংলা মাদকবিরোধী কল্যাণ সোসাইটি’র উদ্যোগে ‘মাদক মুক্ত দেশ ও জাতি গঠনে করনীয়’ শীর্ষক এই আলোচনা সভা হয় জাতীয় প্রেস ক্লাবের তোফজ্জল হোসেন মানিক মিয়া হলে।
মাদকমুক্ত সমাজ গড়তে হলে তরুণদের ভূমিকার প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, “নতুন প্রজন্ম যদি মাদকে আসক্ত হয়ে নষ্ট হয়ে যায় তাহলে আগামীর দেশটাকে কে চালাবে?”
সংগঠনের সভাপতি সিনিয়র সহসভাপতি খন্দকার রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, স্বাধীন বাংলা মাদকবিরোধী কল্যাণ সোসাইটির সভাপতি সেলিম নিজামী প্রমুখ বক্তব্য রাখেন।