গণঅধিকার পরিষদের মুখপাত্রের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২
নতুন আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদের কর্মসূচিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের উপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শাহবাগ থানার পরিদর্শক তদন্ত আসাদুজ্জামান জানিয়েছেন, রোববার রাতে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এই দুইজন হলেন-কোরবান শেখ ওরফে হিল্লোল (৩৫) এবং মো. শরীফ (২৭)।
শহীদ মিনারে শনিবার জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় গণঅধিকার পরিষদের জ্যেষ্ঠ সহ সভাপতি ও মুখপাত্র ফারুক হাসানের উপর হামলার ঘটনা ঘটে। তবে হামলার পর ফেইসবুক লাইভে এসে ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছিলেন ফারুক হাসান। পরে অবশ্য সেই ভিডিও মুছে ফেলেন তিনি।
সেখানে উপস্থিতি একটি সংবাদমাধ্যমের কর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাব্বিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফারুক হাসান ছিলেন বিশেষ অতিথি। অনুষ্ঠান চলা অবস্থায় কিছু ব্যক্তির সঙ্গে তার বিতণ্ডা হয়।
“এক পর্যায়ে তাকে মারধরের ঘটনা ঘটে। ফারুককে ধাওয়া দিয়ে ঢাকা মেডিকেল কলেজের দিকে যাওয়া সড়কে ফেলে মারধর করতে দেখা যায়।”
কর্মসূচি চলাকালে হট্টগোল শুরু হলে সেখানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সমাবেশ স্থলের চেয়ার ভাঙচুর করা হয়।
এরপর চারজনকে আসামি করে শাহবাগ থানায় একটি মামলা করা হয় বলে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছিলেন।
এসআই প্রশান্ত কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রেপ্তার দুইজন বর্তমানে কোনো শিক্ষার্থী নন।“
এর আগে তাদের গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়েছিল গণঅধিকার পরিষদ।