সমন্বয়কদের ফেইসবুকে ৩১ ডিসেম্বর, কী ঘটবে শহীদ মিনারে?
গণ আন্দোলনে সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের ফেইসবুকে ৩১ ডিসেম্বর কেন্দ্রিক স্লোগান কৌতূহলের জন্ম দিয়েছে।
নানা উত্থান পতন দেখা দেওয়া এ বছরের শেষ দিনটিকে সামনে রেখে বিভিন্ন স্লোগান লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট দিয়ে আলোচনা তৈরি করেছেন তারা।
শনিবার সন্ধ্যার পর থেকেই নিজেদের ফেইসবুকে পেইজে তারা বিভিন্ন ধরনের স্লোগান লিখছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার ফেসবুকে লিখেছেন,
“দেখা হচ্ছে ৩১ই ডিসেম্বর! জুলাই ২৪!বাংলাদেশ ২৪!”
এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বাকের মজুমদার বলেন, “আমাদের যে জুলাই অভ্যুত্থান হয়েছে ৩১ ডিসেম্বর তাকে লিখিতভাবে বৈধতা দেওয়া হবে। এটি একটি রাষ্ট্রীয় দলিল হিসেবে থাকবে। যেমন করে ৭১ এর ঘোষণাপত্র দেওয়া হয়েছিল, তেমনি এটি দেওয়া হবে।"
এ বছরের জুলাই মাসে সরকারি চাকরিরর কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামের শিক্ষার্থীরা। এ আন্দোলনই রূপ নেয় সরকার পতনের এক দফা আন্দোলনে। গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়।
এই অভ্যুত্থান নিয়ে ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন থাকার ইঙ্গিত মিলছে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর ফেইসবুক পোস্টে।
তিনি লিখেছেন, “অলওয়েজ ওউন শহীদ মিনার, ৩১ ডিসেম্বর, সময় বিকেল ৩টা।”
কেন্দ্রীয় শহীদ মিনার থেকেই সরকার পতনের এক দফা ঘোষণা করা হয়েছিল।
সফল অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেইসবুকে লিখেছেন, “৩১ শে ডিসেম্বর শহীদ মিনার। ৩৬ জুলাই এসে মিলিত হোক ৩১ ডিসেম্বরে।”
তারা ছাড়াও ফেইসবুকে একই ধরনের স্লোগান লিখেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আকতার হোসেন ও মুখ্য সমন্বয়ক সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহসহ অনেকে।
হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘কমরেডস, ৩১ ডিসেম্বর! নাউ ওর নেভার।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেইসবুক পেজে লেখা হয়েছে, ‘৩১ ডিসেম্বর ২০২৪ বিপ্লবীরা প্রস্তুত তো?’