ভিসা কেন্দ্র বন্ধ হওয়ায় দিল্লীর বিকল্প সুবিধা বাড়ছে ঢাকায়
বাংলাদেশি নাগরিকদের জন্য বিদেশি ভিসা প্রাপ্তি সহজতর হচ্ছে। দিল্লির পরিবর্তে ঢাকায় বেশ কিছু দেশের ভিসা প্রক্রিয়া চালু হয়েছে। ৮টি ইউরোপের দেশের শেনজেন ভিসার জন্য ঢাকায় আবেদন করা যাবে।
এছাড়া রোমানিয়া, বুলগেরিয়া, মেক্সিকোসহ অন্যান্য দেশের ভিসার আবেদন জন্য বিভিন্ন তৃতীয় দেশে আবেদন করার সুযোগ রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রক্রিয়া সহজতর করা হয়েছে। বিশেষ করে শিক্ষা ও জরুরি মেডিকেল ভিসার ক্ষেত্রে এই সুবিধা কার্যকর হচ্ছে। ঢাকার ভারতীয় হাইকমিশনও জরুরি প্রয়োজনে ভিসা দিচ্ছে।
বিভিন্ন দেশের দূতাবাসের সাথে সরাসরি যোগাযোগ করে ভিসা প্রক্রিয়া সহজ করা হচ্ছে। এজন্য সরকারী উদ্যোগ অব্যাহত রয়েছে এবং আরো অগ্রগতি হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মো. রফিকুল আলম জানিয়েছেন, ঢাকায় ভারতীয় ভিসা সংক্রান্ত জটিলতার কারণে দিল্লির বিভিন্ন দূতাবাসের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি যোগাযোগ করা হয়েছে। বিভিন্ন দেশের ভিসা যেন খুব সহজেই পাওয়া যায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে পূর্ব ইউরোপ ও সিআইএসভুক্ত দেশগুলোর ক্ষেত্রে ভালো অগ্রগতি দেখা যাচ্ছে বলেও জানান তিনি।'
অনলাইন নিউজ পোর্টাল ২৪