বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪, পৌষ ৫ ১৪৩১, ১৭ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

প্রধান উপদেষ্টা ডি-৮ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন

 প্রকাশিত: ০৬:০২, ১৮ ডিসেম্বর ২০২৪

প্রধান উপদেষ্টা ডি-৮ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন

কায়রোতে ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে মিশরের উদ্দেশ্যে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে ব্রিফিং করেন তার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, যেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

তিনি জানান, ডি-৮ শীর্ষ সম্মেলনে ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়া ও নাইজেরিয়ার প্রতিনিধিরাও অংশ নেবেন।

সম্মেলনের প্রতিপাদ্য 'ইনভেস্টিং ইন ইয়ুথ অ্যান্ড সাপোর্টিং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, শেপিং টুমরো’স ইকোনমি'। ড. ইউনূসের সঙ্গে সম্মেলনে ইরান, তুরস্ক, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও মিশরের নেতারাও উপস্থিত থাকবেন। সেখানে তার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল ২৪