মানুষের স্বপ্ন বাস্তবায়নে নির্বাচন প্রয়োজন: তারেক রহমান
এক যুগের বেশি সময় ধরে মানুষ যে আন্দোলন করেছে, স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য দেশে নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেছেন, “আজ সংস্কারের কথা বলা হচ্ছে। এই সংস্কারের কথা বিএনপি বলেছে, আরো দুই বছর আগে। যে অধিকার আদায়ের লক্ষ্যে এক যুগের বেশি সময় ধরে এদেশের মানুষ স্বপ্ন দেখে আসছিল, সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য দেশে নির্বাচন প্রয়োজন।
“দেশের মানুষের ক্ষমতাকে দেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে নির্বাচন প্রয়োজন। এই দায়িত্ব বর্তমান অন্তর্বর্তী সরকারের। মূল দায়িত্বটা তাদের।”
চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন।
বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে মন্তব্য করে বিএনপি নেতা দেশবাসীর উদ্দেশে বলেন, “আপনারা বলেন, বিএনপি সবচেয়ে জনপ্রিয় জাতীয়তাবাদী দল। তাহলে আপনাদের প্রত্যেককে আজ নিজেদের সেইভাবে গড়ে তুলতে হবে। বাংলাদেশের মানুষের প্রত্যাশা হলো, অতীতে বিএনপি যখন রাষ্ট্র পরিচালনা করেছিল তখন এই দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিল।
“এদেশে কৃষিকাজের বাইরে তেমন কাজ ছিল না। বিএনপি এদেশের মানুষকে খাদ্য রপ্তানির দেশে পরিণত করেছিল। আগে কোটি কোটি মানুষ বেকার ছিল। এক কোটিরও বেশি মানুষ আজ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। এসব কারণেই মানুষ মনে করে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে।”
জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যেমে সম্মেলনে আনুষ্ঠানিকতা শুরু হয়।
সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আওয়ামী লীগের শাসনামলে শত শত বিএনপি নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। হত্যা, গুম করা হয়েছে শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করার জন্য, তাদের অন্যায়ের প্রতিবাদ করার জন্য।”
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু। উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ ছাড়া দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড বক্তব্য দেন।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে কাউন্সিলররা বৈঠকে বসেছেন। তারা আলোচনা কিংবা ভোটের মাধ্যমে নতুন জেলা নেতৃত্ব নির্বাচিত করবেন বলে জানা গেছে।