শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, কার্তিক ৩০ ১৪৩১, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্রেকিং

ভারতে বসে হাসিনার বক্তব্য-বিবৃতিতে অসন্তুষ্ট ঢাকা চট্টগ্রাম নিয়ে ভারতীয় মিডিয়ার মন্তব্যের প্রতিবাদ জানাবে সরকার পূর্ণাঙ্গ কমিটি পেল ঢাবি ছাত্রদল অনলাইনে আয়কর প্রদানে চার্জ হ্রাস করেছে কেন্দ্রীয় ব্যাংক শ্রম খাত সংস্কারের অঙ্গীকার প্রধান উপদেষ্টার আমন এলে চালের দাম কমবে: খাদ্য উপদেষ্টা কুইক রেন্টাল : দায়মুক্তির বিধান অবৈধ আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত: ড. ইউনূস সাবেক এমপি সোলায়মান সেলিম গ্রেপ্তার ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান হোয়াইট হাউসে বাইডেন-ট্রাম্প বৈঠক

রাজনীতি

পূর্ণাঙ্গ কমিটি পেল ঢাবি ছাত্রদল

 প্রকাশিত: ১৮:১১, ১৪ নভেম্বর ২০২৪

পূর্ণাঙ্গ কমিটি পেল ঢাবি ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২৪২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার বিকালে সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বৃহস্পতিবার এ কমিটি অনুমোদন করেছেন।

গত ১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল; যাতে সভাপতি হন গণেশ চন্দ্র রায়, আর সাধারণ সম্পাদক হন নাহিদুজ্জামান শিপন।

এর প্রায় সাড়ে ৮ মাস পর ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে ১৪ জনকে সহ-সভাপতি, ৪৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদক এবং ৩৯ জনকে সহ-সাংগঠনিক পদে রাখা হয়েছে।

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফ্যাসিস্ট হাসিনার পতনের পর এটি আমাদের প্রথম পূর্ণাঙ্গ কমিটি। অনেকের চাওয়া এবং প্রত্যাশা ছিল কমিটি পাওয়ার, আমরা চেষ্টা করেছি পূরণ করার।"

তিনি বলেন, “শিক্ষার্থীদের মাঝে ছাত্র রাজনীতি সম্পর্কে একটি নেতিবাচক ধারণা রয়েছে। ছাত্রলীগের দখলদারিত্বের রাজনীতির বিপরীতে গিয়ে একটি গণতান্ত্রিক ও শিক্ষার্থীদের চাহিদাভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে ইতিবাচক দিক তুলে ধরার চেষ্টা করব এ কমিটির মাধ্যমে।"