পূর্ণাঙ্গ কমিটি পেল ঢাবি ছাত্রদল
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২৪২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার বিকালে সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বৃহস্পতিবার এ কমিটি অনুমোদন করেছেন।
গত ১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল; যাতে সভাপতি হন গণেশ চন্দ্র রায়, আর সাধারণ সম্পাদক হন নাহিদুজ্জামান শিপন।
এর প্রায় সাড়ে ৮ মাস পর ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে ১৪ জনকে সহ-সভাপতি, ৪৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদক এবং ৩৯ জনকে সহ-সাংগঠনিক পদে রাখা হয়েছে।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফ্যাসিস্ট হাসিনার পতনের পর এটি আমাদের প্রথম পূর্ণাঙ্গ কমিটি। অনেকের চাওয়া এবং প্রত্যাশা ছিল কমিটি পাওয়ার, আমরা চেষ্টা করেছি পূরণ করার।"
তিনি বলেন, “শিক্ষার্থীদের মাঝে ছাত্র রাজনীতি সম্পর্কে একটি নেতিবাচক ধারণা রয়েছে। ছাত্রলীগের দখলদারিত্বের রাজনীতির বিপরীতে গিয়ে একটি গণতান্ত্রিক ও শিক্ষার্থীদের চাহিদাভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে ইতিবাচক দিক তুলে ধরার চেষ্টা করব এ কমিটির মাধ্যমে।"