বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, মাঘ ২ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

দুপুরে নয়াপল্টনে বিএনপির গণসমাবেশ

 আপডেট: ১০:২৯, ১৭ সেপ্টেম্বর ২০২৪

দুপুরে নয়াপল্টনে বিএনপির গণসমাবেশ

বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়া পল্টনে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করবে বিএনপি। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় এ সমাবেশ শুরু হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা।

সমন্বয় করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল।

সঞ্চালনা করবেন বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের সদস্য সচিব আমিনুল হক ও তানভীর আহমেদ রবিন।