প্রেস ক্লাবে যুবদলের বিক্ষোভ সমাবেশ
![প্রেস ক্লাবে যুবদলের বিক্ষোভ সমাবেশ প্রেস ক্লাবে যুবদলের বিক্ষোভ সমাবেশ](https://www.onp24.com/media/imgAll/2021December/Jubodol-2205280650.jpg)
আজ শনিবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয়তাবাদী যুবদল। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে তারা এই সমাবেশ করে।
সকাল সাড়ে দশটার দিকে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। ঢাকার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এই সমাবেশে এসে যোগ দেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। সময়ের সঙ্গে সঙ্গে প্রচুর মানুষের সমাগম হয় সেখানে। যুবদল নেতা-কর্মীরা এ সময় সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন।
এই সমাবেশে সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ড. খন্দকার মোশাররফ হোসেন।