ত্বকে দ্রুত বলিরেখা পড়ার ৩ কারণ

ত্বকে দ্রুত বলিরেখা পড়ার ৩ মূল কারণ এবং কীভাবে তা প্রতিরোধ করবেন
বয়সের সঙ্গে ত্বকে বলিরেখা সৃষ্টি হওয়া একটি প্রাকৃতিক প্রক্রিয়া, তবে কিছু সজাগতা অবলম্বন করলে এ প্রক্রিয়াকে দেরি করা সম্ভব। স্বাস্থ্যকর জীবনযাপন এবং সঠিক রূপচর্চা ত্বককে মসৃণ এবং টানটান রাখতে সাহায্য করে। তবে বলিরেখাহীন ত্বক চাইলে জানতে হবে, কী কারণে ত্বকে সময়ের আগেই বলিরেখা পড়ে।
১. এক্সফোলিয়েশন না করা
বয়স বাড়ার সঙ্গে মৃত কোষ ত্বকে জমা হতে থাকে, যা ত্বককে নিষ্প্রাণ দেখায়। মৃত কোষ দূর করতে এক্সফোলিয়েশন খুবই গুরুত্বপূর্ণ, যা ত্বককে সতেজ এবং প্রাণবন্ত রাখে।
২. নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার না করা
ময়েশ্চারাইজার ব্যবহার না করলে ত্বক তার স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে রুক্ষ হয়ে যায়, যা বলিরেখার অন্যতম কারণ।
৩. সানস্ক্রিন ব্যবহার না করা
সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বককে রুক্ষ এবং শুষ্ক করে তোলে, যা ত্বকে বলিরেখা সৃষ্টি করার প্রধান কারণ। সানস্ক্রিন ব্যবহারের অভাবে ত্বক দ্রুত বুড়িয়ে যায়।