সোমবার ১৭ মার্চ ২০২৫, চৈত্র ৩ ১৪৩১, ১৭ রমজান ১৪৪৬

ব্রেকিং

ইসির কাছে এনআইডি রাখা প্রয়োজন: জাতীয় ঐকমত্য কমিশনে মতামত পাঠিয়েছে নির্বাচন কমিশন পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না: প্রধান উপদেষ্টা দুই আন্দোলনে বিভাজন কেন, প্রশ্ন রিজভীর ঘুষ নেয়ার সময় ঠাকুরগাঁওয়ে অডিটর ও হিসাবরক্ষণ কর্মকর্তা আটক ভারত ও ভিয়েতনাম থেকে এলো ৩৫ হাজার টন চাল সাত বছরের শিশুকে ধর্ষণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড এমসি কলেজে ধর্ষণের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালেই ‘ধর্ষণ’ শব্দে আপত্তি তোলার পর ‘দুঃখ প্রকাশ’ ডিএমপি কমিশনারের দাখিলের সূচিতেও এল পরিবর্তন স্কুলে স্কুলে স্বাধীনতা দিবস উদযাপনের নির্দেশনা বকেয়া বেতন ‘পরিশোধের আশ্বাস’, রেলভবন ঘেরাও কর্মসূচি প্রত্যাহার শ্রমিকদের গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, ১২ কারখানায় ছুটি কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে ‘ধর্ষণ চেষ্টার’ অভিযোগে আরেক শিশু আটক পাকিস্তানে সামরিক বাহিনীর বহরে আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ৫ এখনও রক্তমাখা টি-শার্টে ছেলেকে খুঁজে ফেরেন শহীদ রাজনের মা

লাইফস্টাইল

১০টি বাজেট-ফ্রেন্ডলি গাছ: শখের বাগানিদের জন্য সাশ্রয়ী সমাধান

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২৩:১১, ১৬ মার্চ ২০২৫

১০টি বাজেট-ফ্রেন্ডলি গাছ: শখের বাগানিদের জন্য সাশ্রয়ী সমাধান

বাগান করা অনেকেরই শখ, তবে অনেকেই মনে করেন যে এটি একটি ব্যয়বহুল অভ্যাস। তবে সত্যিটা হলো, সঠিক গাছ বেছে নিলে কম খরচেই সুন্দর একটি বাগান তৈরি করা সম্ভব। এখানে রইল ১০টি বাজেট-ফ্রেন্ডলি গাছ যা সহজে রক্ষণাবেক্ষণ করা যায় এবং আপনার বাগানকে সতেজ ও সুন্দর করে তুলবে।

১. মানি প্ল্যান্ট
কম আলোতেও সহজে বেঁচে থাকতে পারে, দ্রুত বৃদ্ধি পায় এবং বাড়ির পরিবেশকে সতেজ রাখে।

২. তুলসী
ভেষজ গুণ সম্পন্ন এই গাছটি সহজেই জন্মে এবং বাড়ির পরিবেশ বিশুদ্ধ রাখে।

৩. অ্যালোভেরা
বহুমুখী ব্যবহারের জন্য পরিচিত, এটি ত্বকের যত্ন থেকে শুরু করে বায়ু বিশুদ্ধকরণেও সহায়ক।

৪. স্পাইডার প্ল্যান্ট
বাতাস বিশুদ্ধকরণে কার্যকরী এবং কম যত্নেই ভালোভাবে বেড়ে ওঠে।

৫. পাথরকুচি
ঔষধি গুণ সম্পন্ন এই গাছটি সহজেই বেড়ে ওঠে এবং পানি কম লাগলেও বেঁচে থাকতে পারে।

৬. ক্যাকটাস
শুষ্ক পরিবেশেও টিকে থাকতে পারে, এবং এটি খুবই কম যত্নের প্রয়োজন হয়।

৭. স্নেক প্ল্যান্ট
ঘরের বাতাস পরিশুদ্ধ করতে সাহায্য করে এবং এটি কম আলোতেও ভালোভাবে বেঁচে থাকতে পারে।

৮. লেমন গ্রাস
সুগন্ধযুক্ত এই গাছটি রান্নার কাজে ব্যবহারের পাশাপাশি মশা তাড়াতেও কার্যকরী।

৯. শাপলা
একটি জলজ গাছ হলেও, এটি খুবই কম খরচে সহজেই জন্মানো যায় এবং দেখতে দারুণ লাগে।

১০. কলা গাছ
খুব দ্রুত বেড়ে ওঠে এবং এর পাতা ও ফল উভয়ই ব্যবহারযোগ্য।


এই বাজেট-বান্ধব গাছগুলো শুধুমাত্র কম খরচে আপনার বাগানের সৌন্দর্য বাড়াবে না, বরং পরিবেশের উন্নতিতেও ভূমিকা রাখবে। আপনার ঘর বা ছাদ বাগানের জন্য এগুলোর যেকোনো একটি বেছে নিতে পারেন এবং সহজেই বাগান করার আনন্দ উপভোগ করতে পারেন!