শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, পৌষ ৭ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

মনে মনে মান্নত করার হুকুম কী

 আপডেট: ১২:১৮, ১৫ ডিসেম্বর ২০২৩

মনে মনে মান্নত করার হুকুম কী

প্রশ্নঃ

আমার ফুফু মনে মনে মান্নত করেছে, যে তার ছেলে সন্তান হলে আল্লাহর রাস্তায় ৫০ হাজার টাকা দান করবে, কিন্তু পরবর্তীতে আর্থিক অবস্থা দূর্বল হওয়ার কারণে সে আল্লাহর রাস্তায় ৫০ হাজার টাকা দান করতে পারেনি, এখন আমার জানার বিষয় হলো আমার ফুফুর উপর কি মান্নত পুরা করা ওয়াজিব হবে কি না?

উত্তরঃ

মান্নত ওয়াজিব হওয়ার জন্য মূখে উচ্চারন করা শর্ত সুতরাং সে মুখে উচ্চারণ করেননি বরং মনে মনে বলেছে, তাই তার উপর মান্নত পুরা করা ওয়াজিব হবে না। কেননা এখানে মান্নতই সংঘটিত হয়নি।

Online_News_Portal_24