শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, পৌষ ৭ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

তিলাওয়াতে সিজদা আদায় করার হুকুম কী?

আল আমিন সিরাজী

 আপডেট: ২১:৩১, ১৮ অক্টোবর ২০২৩

তিলাওয়াতে সিজদা আদায় করার হুকুম কী?

সংগৃহিত ছবি

প্রশ্ন

গত শুক্রবার ফজরের নামাযের জন্য যখন মসজিদে প্রবেশ করি, তখন ইমাম সাহেব সিজদার আয়াত তিলাওয়াত করছিলেন। আমি নামাযে শরীক হওয়ার আগেই ইমাম সাহেব তিলাওয়াতের সিজদা আদায় করে ফেলেন। ইমাম সাহেব সিজদায়ে তিলাওয়াত থেকে ওঠার পর রুকুর আগে আমি নামাযে শরীক হই। মুহতারামের নিকট জানার বিষয় হল, এখন কি আমাকে এ তিলাওয়াতের সিজদাটি আদায় করতে হবে?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে যে রাকাতে সিজদায়ে তিলাওয়াত করা হয়েছে আপনি যেহেতু সে রাকাতের রুকু পেয়েছেন তাই এর দ্বারা আপনার সিজদায়ে তিলাওয়াতও আদায় হয়েছে বলে ধর্তব্য হবে। পরবর্তীতে আপনাকে তা আর আদায় করতে হবে না।

Ñকিতাবুল আছল ১/২৭৯; বাদায়েউস সানায়ে ১/৪৩৮; ফাতহুল কাদীর ১/৪৬৯; আননাহরুল ফায়েক ১/৩৪০; রদ্দুল মুহতার ২/১১০

 

Online_News_Portal_24