শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, পৌষ ৭ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

পরকিয়া করা স্ত্রীকে মা বাবার কথায় তালাক দিবে নাকি রাখতে পারব ?

খালিদ সাইফুল্লাহ

 প্রকাশিত: ১৩:১৮, ৩ অক্টোবর ২০২৩

পরকিয়া করা স্ত্রীকে মা বাবার কথায় তালাক  দিবে নাকি রাখতে পারব ?

আমার স্ত্রী ফেসবুক এ প্রেম করে পরকিয়া করে এক ছেলেকে ভালোবেসে পালিয়ে গিয়েছিল। তারপর সে জানতে পারে সেই ছেলে প্রতারক। তারপর আমার স্ত্রী তার ভুল বুঝতে পেরে আমার কাছে ফিরে আসে। সে এখন অনুতপ্ত ইসলামিক জিবন যাপন করতে চায়। কিন্তু আমার বাবা মা কিছু তেই ওকে মেনে নিতে চায় না বলে এই মেয়ে চরিত্রহীনা মেনে নিলে সমাজে মুখ দেখানো যাবে না আমাকে তালাক দিতে বলে না দিলে আমাকে ত্যাগ করবে । আমিও ওকে ভালোবাসি। দু’টানায় আছি এখন কি বাবা মার কথায় তালাক দিব বা আমার জন্য ইসলামিক কি সমাধান হতে পারে দয়া করে বলবেন?

উত্তর

بسم الله الرحمن الرحيم

যেহেতু আপনার স্ত্রী নিকৃষ্ট কাজ করেছে। তাই বাবা মাকে খুশি করতে তাকে তালাক দিয়ে দেয়াটাই উচিত। এতে করে আপনি গোনাহগার হবেন না।

তবে মা বাবাকে রাজি করিয়ে উক্ত স্ত্রীকে রাখতেও পারবেন। এতেও কোন সমস্যা নেই

Online_News_portal_24