ঠান্ডায় পা ফাটা ব্যক্তির অযু করার নিয়ম
প্রশ্নঃ
কোন ব্যক্তির পাঁ ঠান্ডার কারণে ফেটে গিয়েছে, সেই ব্যক্তি চিকিৎসা স্বরুপ মোম বা মলম ইত্যাদী দ্বারা ফাটা জায়গা পূর্ণ করেছে। এখন আমার জানার বিষয় হলো অযু কারার সময় মোম বা মলম বের করতে হবে কি না? নাকি বের করা ছাড়াই অযু করা যাবে?
উত্তরঃ
পাঁ ফাটা যদি গভির হয়, আর সেখানে পানি পৌছানো কষ্টকর হয় , তাহলে ফাটা স্থান থেকে মোম বা মলম উঠানোর প্রয়োযন নেই। শুধু পানি পাঁয়ের উপর ঢেলে দিবে, আর যদি যখমের পরিমান অল্প হয়, এবং সেখানে পানি পৌছানো কষ্টকর না হয়, তাহলে মোম বা মলম উঠিয়ে ফেলবে, অতঃপর সুন্দর করে পাঁ ধৌত করবে।
দলিল : (1) রদ্দুল মুহতার-1/216 (2) ফাতওয়া হিন্দিয়া- 1/54
Online_News_Portal_24