ব্রেকিং
কাপড়ের মোজার ওপর চামড়ার মোজার ওপর মাসেহ করা কি সহীহ হবে?
শীতকালে আমি সাধারণত কাপড়ের মোজা পরে এর ওপর চামড়ার মোজা পরি। জানার বিষয় হল, এভাবে কাপড়ের মোজার ওপর চামড়ার মোজা পরা অবস্থায় চামড়ার মোজার ওপর মাসেহ করা কি সহীহ হবে?
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ০৮:৫৫মাথা ব্যাণ্ডেজ থাকা অবস্থায় কিভাবে ফরজ গোসল করবো?
গত কয়েক সপ্তাহ আগে মোটরসাইকেল এক্সিডেন্টে আমি মাথায় প্রচণ্ড আঘাত পাই। বেশ কিছুদিন হাসপাতালে থাকার পর আমি এখন মোটামুটি সুস্থ। তবে ডাক্তার আমার মাথার ব্যান্ডেজ খুলতে এবং তাতে পানি লাগাতে নিষেধ করে দিয়েছে। এমতাবস্থায় আমার গোসল ফরয হয়েছে। এখন আমি কীভাবে পবিত্রতা অর্জন করব?
সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ০৭:৫৭বিতির নামাযে সন্দেহ হলে কী করা উচিত?
হুজুর, বিতির নামাযে আমি প্রায় সময়ই সন্দেহে পড়ে যাই যে, নামায দুই রাকাত হয়েছে, না তিন রাকাত। পরে দুই রাকাত ধরে নিয়েই নামায শেষ করি এবং শেষে সাহু সিজদা করি। সেদিন এ ব্যাপারে একজন আলেমকে জিজ্ঞেস করলে তিনি বলেন যে, বিতির নামাযে এরকম সন্দেহে পড়লে দ্বিতীয় রাকাত এবং তৃতীয় রাকাত উভয় রাকাতেই কুনুত পড়তে হবে। হুজুরের কাছে জানতে চাই, উক্ত আলেম কি ঠিক বলেছেন? বিতির নামাযে এরকম সন্দেহ হলে আমার কী করা উচিত?
রোববার, ১২ জানুয়ারি ২০২৫, ০৭:৪২বিতির নামাজে রাকাতে সন্দেহ হলে করণীয়
হুজুর, বিতির নামাযে আমি প্রায় সময়ই সন্দেহে পড়ে যাই যে, নামায দুই রাকাত হয়েছে, না তিন রাকাত। পরে দুই রাকাত ধরে নিয়েই নামায শেষ করি এবং শেষে সাহু সিজদা করি। সেদিন এ ব্যাপারে একজন আলেমকে জিজ্ঞেস করলে তিনি বলেন যে, বিতির নামাযে এরকম সন্দেহে পড়লে দ্বিতীয় রাকাত এবং তৃতীয় রাকাত উভয় রাকাতেই কুনুত পড়তে হবে। হুজুরের কাছে জানতে চাই, উক্ত আলেম কি ঠিক বলেছেন? বিতির নামাযে এরকম সন্দেহ হলে আমার কী করা উচিত?
মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ০৯:৩৯কসরে সুন্নত নামাজ পড়তে হবে কিনা?
প্রশ্ন: আমি একজন ব্যবসায়ী। ব্যবসার কাজে আমাকে দেশের বিভিন্ন জায়গায় সফর করতে হয়। চার রাকাত বিশিষ্ট ফরয নামাযে তো আমি কসর করে থাকি। এখন জানার বিষয় হল, ফরয নামাযের আগ-পরের সুন্নতের ক্ষেত্রে আমার কী করণীয়? এগুলো না পড়লে কি কোনো সমস্যা হবে?
সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২১:১৩ভুলে সূরা ফাতেহা উচ্চৈঃস্বরে পড়লে সহু সেজদা দিতে হবে কিনা?
আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেব একদিন এশার নামাযের তৃতীয় রাকাতে ভুলে সূরা ফাতেহা শেষ পর্যন্ত উচ্চৈঃস্বরে পড়ে ফেলেন এবং এ কারণে সাহু সিজদা আদায় করেন। জানার বিষয় হল, এ কারণে কি সাহু সিজদা ওয়াজিব হয়েছিল? এক্ষেত্রে নামায শেষে সাহু সিজদা করা কি ঠিক হয়েছে?
শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ০৭:২৩গোসল ফরয অবস্থায় মসজিদে আসা যাবে কিনা?
আমি একটি মসজিদের মুআযযিন। একদিন ফজরের সময় ঘুম থেকে জাগতে দেরি হয়ে যায়। তখন আমি গোসল ফরয অবস্থায় ছিলাম। কিন্তু আযানের সময় হয়ে যাওয়ার কারণে গোসল করার পূর্বেই আযান দিই। এরপর পুনরায় আযান দোহরাইনি। হুজুরের কাছে জানতে চাই, আমার উক্ত আযান কি সহীহ হয়েছে, নাকি পুনরায় দোহরানো উচিত ছিল?
শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫, ০০:১১কাজা নামাজে কেরাত শব্দ করে পড়তে হবে কিনা?
গত কয়েকদিন আগে আমাদের সবার ফজরের নামায কাযা হয়ে যায়। পরে আমরা জামাতের সাথে ফজরের নামাযের কাযা আদায় করি। এবং নামাযে কেরাত জোরে পড়ি। পরে মনের মধ্যে খটকা লাগল যে, নামাযে কেরাত জোরে পড়া ঠিক হল কি না? বিষয়টির সঠিক সমাধান জানাবেন। আরেকটি বিষয়, কাযা নামাযের নিয়ত কীভাবে করতে হয়। কাযা শব্দ উল্লেখ না করে নামায পড়ে নিলে নামায আদায় হয়ে যাবে কি না?
বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৮:৩০শুধু শেষ বৈঠক পেলে কীভাবে বাকি নামায পড়ব?
জামাতে নামায পড়তে গিয়ে চার রাকাত ফরয নামাযের শেষের এক রাকাত জামাতে পড়েছি। বাকি তিন রাকাত কীভাবে পড়ব? আর যদি শুধু শেষ বৈঠক পেয়ে থাকি তবেই বা কীভাবে বাকি নামায পড়ব?
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১:১২কুরআনের কোন অংশ কি ওযুহীন অবস্থায় স্পর্শ করা যাবে?
আমি আমার এক সাথীকে দেখলাম, সে ওযুহীন অবস্থায় কুরআন শরীফের মলাট স্পর্শ করছে এবং চারপাশের সাদা অংশ ধরে পৃষ্ঠা উল্টাচ্ছে। আমি তাকে এ ব্যাপারে সতর্ক করলে সে বলে, কুরআন শরীফের মলাট এবং যে অংশে আয়াত লেখা নেই, তা স্পর্শ করা জায়েয। মুহতারামের কাছে জানার বিষয় হল, আমার এই সাথীর কথা কি ঠিক? কুরআন শরীফের মলাট এবং চারপাশের সাদা অংশ কি ওযুহীন অবস্থায় স্পর্শ করা যাবে?
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৪তায়াম্মুমে আঙুল খিলাল করা কি জরুরি?
আমার দাদা কয়েকদিন যাবৎ অসুস্থ। তাই তিনি তায়াম্মুম করেই নামায আদায় করছেন। আব্বু আজকে দাদাকে বললেন, তায়াম্মুম করার সময় আঙুল খিলাল করতে হবে। কারণ তায়াম্মুমে আঙুল খিলাল করা জরুরি। হুজুরের নিকট জানতে চাই, আসলেই কি তায়াম্মুমে আঙুল খিলাল করা জরুরি?
রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৫কোরআন তেলাওয়াতের বিনিময় গ্রহণ করার হুকুম
প্রশ্নঃ কন্ট্রাক্ট করে কোরআন তেলাওয়াত করা, এবং তার বিনিময় গ্রহন করা জায়েয আছি কি না?
শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩, ১৮:১৫মনে মনে মান্নত করার হুকুম কী
শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩, ১২:১৫বন্দকী জিনিস যদি বন্দক গ্রহিতার হাতে হালাক হয়ে যায়
শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩, ২২:৩১
অনলাইন বিজ্ঞাপন সাইটে বিনিয়োগ করার হুকুম কী?
প্রশ্নঃ অনলাইন বিজ্ঞাপন সাইট- এ বিনিয়োগ করা কি জায়েজ?
শনিবার, ২৮ অক্টোবর ২০২৩, ২২:৪০নামাজ প্রসঙ্গে
নামাজ প্রসঙ্গে
শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩, ২২:৪৬