মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, চৈত্র ১৮ ১৪৩১, ০২ শাওয়াল ১৪৪৬

ইসলাম

বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ, আজ ঈদ

 আপডেট: ০১:০৩, ৩১ মার্চ ২০২৫

বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ, আজ ঈদ

গতকাল শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সোমবার মানে আজ বাংলাদেশে উদ্‌যাপিত হবে ঈদুল ফিতর।

রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে রোজার ঈদের দিন ঘোষণা করে।

ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভায় ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সভাপতিত্ব করেন।

সভা শেষে তিনি কক্সবাজার ও নীলফামারীসহ ১৪ জেলায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার তথ্য দিয়ে সোমবার ঈদের ঘোষণা দেন।

হিজরি সালের রমজানে এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিনে ঈদুল ফিতর উদ্‌যাপন করেন মুসলমানরা।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সাধারণত বাংলাদেশের এক দিন আগে চাঁদ দেখা যায়। এবার সৌদি আরবে ঈদুল ফিতর হয় রোববার।

এ বছর বাংলাদেশে রোজা শুরু হয়েছে ২ মার্চ। সে হিসাবে রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় রোজা হয় ২৯টি।

অবশ্য সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের কয়েকটি জেলায় রোববার ঈদুল ফিতর উদ্‌যাপন করা হয়।

ঈদুল ফিতর ৩১ মার্চ ধরে আগেই ছুটি ঘোষণা করেছিল সরকার। এর আগে-পরে (২৯ ও ৩০ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) চার দিন ছুটি দেওয়া হয়েছিল নির্বাহী আদেশে।

ঈদের ছুটি শুরুর আগে ২৮ মার্চ পড়েছে শুক্রবার। ছুটি শেষে অফিস খোলার কথা ছিল ৩ এপ্রিল। সেদিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়।

তার পরের দুই দিন আবার সাপ্তাহিক ছুটি। সে হিসাবে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিনের ছুটিতে থাকবেন সরকারি চাকরিজীবীরা। ছুটি শেষে অফিস খুলবে আগামী ৬ এপ্রিল।

বরাবরের মত এবারও রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে ঈদের পাঁচটি জামাত।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ ঈদগাহের প্রধান জামাতে অংশ নেবেন।

ঈদ জামাতের জন্য হাই কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। আর প্রথমবারের মত পুরনো বাণিজ্য মেলার মাঠে লাখো মানুষের ঈদ জামাত ও ঈদ মিছিলের জন্য ব্যবস্থা রেখে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

রেল-সড়ক-নৌ পথে ঘরে ফেরা মানুষের এবারের ঈদ যাত্রাও ছিল স্বস্তির।