মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ফাল্গুন ২০ ১৪৩১, ০৪ রমজান ১৪৪৬

ব্রেকিং

৫,৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেবে সরকার পতেঙ্গায় পুলিশকে মারধরের ঘটনায় জড়িত সবাই আটক: স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন উপদেষ্টা সি আর আবরার, পাচ্ছেন শিক্ষার দায়িত্ব হাসিনার ফাঁসির আগে নির্বাচন নিয়ে কথা নয়: সারজিস সিভিল রেজিস্ট্রেশন কমিশন করতে আইনের খসড়া হচ্ছে হাসিনার কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘মানসিক প্রশান্তি’ সারিয়ে তুলছে খালেদা জিয়াকে: ব্যক্তিগত চিকিৎসক মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সসীমা নিয়ে আপিলের পরবর্তী শুনানি ১২ মার্চ বাস চালককে লাঠি দিয়ে ‘পেটালেন ইউএনও’, প্রতিবাদে শ্রমিক বিক্ষোভ কেবল সরকার বদলে জনকল্যাণ সম্ভব নয়: নাহিদ তারেক রহমান-মামুনের দণ্ডের বিরুদ্ধে আপিলের রায় ৬ মার্চ গুমের শিকার ৩৩০ জনের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ: গুম সংক্রান্ত কম ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ শহীদ হতে মায়ের দোয়া চেয়েছিলেন খুবাইব মিয়ানমারের জান্তাপ্রধান রাশিয়ায়, বসছেন পুতিনের সঙ্গে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করলেন ট্রাম্প

ইসলাম

রোজা: মেট্রোরেলে নেওয়া যাবে ২৫০ মিলি পানি

 প্রকাশিত: ১০:৪৬, ২ মার্চ ২০২৫

রোজা: মেট্রোরেলে নেওয়া যাবে ২৫০ মিলি পানি

রোজার মাসে ইফতারের জন্য মেট্রোরেল স্টেশনের প্লাটফর্ম ও ট্রেনে ২৫০ মিলিলিটার পানি বহন করা যাবে। তবে ট্রেনে অন্য কোনো খাবার বহন করা যাবে না।

মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) আহসান উলাহ শরিফী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোজার মাসে ইফতারের জন্য প্রত্যেক যাত্রী মেট্রো ট্রেন ও স্টেশন এলাকায় কেবল ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন পড়ে না যায় সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।

ব্যবহৃত পানির বোতল প্লাটফর্ম, কনকোর্স কিংবা প্রবেশ ও বাইর হওয়ার গেইটে থাকা ডাস্টবিনে ফেলতে অনুরোধ জানিয়েছেন তিনি।

রোজা উপলক্ষ্যে মেট্রোরেলের সময়সূচিতেও কিছুটা পরিবর্তন এনেছে ডিএমটিসিএল।

সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে সকালের প্রথম ট্রেন ছাড়বে ৭টা ১০ মিনিটে এবং সর্বশেষ ট্রেন রাত ৯টায় ছাড়বে। সকাল ৭টা ১০ মিনিট থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত ট্রেন ছাড়বে ১০ মিনিট পরপর। সকাল সাড়ে সাতটার পর থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত প্রতি ৮ মিনিট পরপর ছাড়া হবে ট্রেন।

অন্যদিকে মতিঝিল থেকে দিনের প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৭টায় এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত প্রতি ১০ মিনিট পরপর ট্রেন ছাড়বে। সাড়ে ৮টার পর থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ট্রেন ছাড়বে ৮মিনিট পরপর।

এ সূচি অনুযায়ী রোজার ঈদের আগের দিন পর্যন্ত ট্রেন চলবে বলে জানিয়েছে ডিএমটিসিএল। আর সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবারের সময়সূচি অপরিবর্তিত থাকবে।