শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ফাল্গুন ১০ ১৪৩১, ২৩ শা'বান ১৪৪৬

ব্রেকিং

এনআইডি জালিয়াতি: ছয় কর্মচারীকে বরখাস্ত করল ইসি বিএনপির বিরুদ্ধে কারো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: তারেক রহমান আজহারের মুক্তির ব্যবস্থা করুন, সরকারকে জামায়াত আমির নতুন দলের আত্মপ্রকাশ ২৬ ফেব্রুয়ারি, মতবিরোধের পর শীর্ষ পদ চূড়ান্ত নায়েম থেকে সরিয়ে দেওয়া হল কবি গালিবকে বাসে ডাকাতি-‘শ্লীলতাহানি’: তিন ডাকাত গ্রেপ্তার, এএসআই বরখাস্ত বাংলাদেশ ভ্রমণে পাকিস্তানিদের ‘ভিসা ক্লিয়ারেন্স’ লাগবে না স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ রোজায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রস্তুতি রয়েছে: জ্বালানি উপদেষ্টা স্থায়ী ক্যাম্পাস না থাকলে ব্যবস্থা নেবে ইউজিসি পিতৃমাতৃহীন সিয়ামকে কি মনে রাখবে এই দেশ পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি শিশু নিহত সশস্ত্র বাহিনী প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প তেল আবিবকে মাটিতে মিশিয়ে দেওয়ার হুমকি ইরানের, ‘প্রস্তুত’ ইসরায়েল

ইসলাম

ইজতেমার দ্বিতীয় পর্বে আরও ২ জনের মৃত্যু

 আপডেট: ১৪:২১, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

ইজতেমার দ্বিতীয় পর্বে আরও ২ জনের মৃত্যু

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দ্বিতীয় পর্বে মৃত্যু হল তিনজনের।

শুক্রবার রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে তারা অসুস্থ হয়ে হাসপাতালে মারা যান বলে জানান তাবলিগ জামাতের নিজামউদ্দিন অনুসারী (সাদপন্থি) ইজতেমার সমন্বয়ক মো. সায়েম।

নিহতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামের মজিবর পণ্ডিতের ছেলে নাজমুল হোসেন (৭৫) এবং শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোহাম্মদ এলেম শেখের ছেলে মো. আব্দুল আজিজ শেখ (৬০)। তিনি ইজতেমার ২৭ নম্বর খিত্তায় নিয়েছিলেন।

সমন্বয়ক সায়েম বলেন, রাত ১০টার দিকে নাজমুল এবং রাত সাড়ে ১০টার দিকে আব্দুল আজিজ শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হন। পরে তাদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেওয়া দিদার তরফদার (৫৫) মারা যান। তিনি খুলনা সদর উপজেলার লবনচরা থানার বাঙ্গালগলি গ্রামের তৈয়ব আলী তালুকদারের ছেলে। তিনি ময়দানের ৪১ নম্বর খিত্তায় (খুলনা জেলা) অংশ নিয়েছিলেন।

এর আগে ইজতেমার প্রথম পর্বের দুই ধাপে সাতজনের মৃত্যু হয়েছিল। প্রথম পর্বের ইজতেমা ৩১ জানুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি শেষ হয়।

আর দ্বিতীয় পর্ব ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।