রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, মাঘ ১৯ ১৪৩১, ০৩ শা'বান ১৪৪৬

ব্রেকিং

বিশ্ব ইজতেমা: আখেরি মোনাজাত ‘সকাল সোয়া ৯টার মধ্যে’ বিশ্ব ইজতেমায় দুদিনে ৪ মুসল্লির মৃত্যু জুলাই অভ্যুত্থান এবারের বইমেলায় নতুন তাৎপর্য নিয়ে এসেছে : প্রধান উপদেষ্টা সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিটে প্রধান উপদেষ্টা: তরুণরা পুরো বিশ্বকে পাল্টে দিতে পারে তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবি ‘বিশেষভাবে বিবেচনা’ করা হচ্ছে: শিক্ষা মন্ত্রণালয় অন্তর্বর্তী সরকারের সময়েও বিচারবহির্ভূত হত্যা কেন, প্রশ্ন রিজভীর পুরস্কার গ্রহণ করলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্তরা ফ্যাসিবাদের বিচার দেশের মাটিতেই হবে : ডা. শফিকুর রহমান ইজতেমা এলাকায় রাত ১২টা থেকে গণপরিবহন বন্ধ সরকার নিজেরাও জানে না কী চায়: গয়েশ্বর এবার ফিলাডেলফিয়ায় শিশুসহ ৬ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

ইসলাম

আজ বিশ্ব ইজতেমায় যেসব আয়োজন থাকছে

 প্রকাশিত: ১২:০৬, ৩১ জানুয়ারি ২০২৫

আজ বিশ্ব ইজতেমায় যেসব আয়োজন থাকছে

ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আমবয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার প্রথম দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

দুপুরে অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার নামাজ।

আর বাদ মাগরিব ভারতের মাওলানা আহমেদ লাট সাহেবের বয়ানের মধ্যদিয়ে শেষ হবে শেষ হবে প্রথম দিনের কার্যক্রম।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে বিশ্ব ইজতেমার প্রথম দিনের কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তাবলীগ জামাত বাংলাদেশ এর শুরায়ী নেজাম মিডিয়া সমন্বয় হাবিবুল্লাহ রায়হান এমনটি জানিয়েছেন।

তিনি বলেন, এ পর্যন্ত ৭২টি দেশের ২ হাজার ১৫০জন  বিদেশি মেহমান ময়দানে তাদের জন্য নির্ধারিত নিবাসে অবস্থান নিয়েছে।

শুরায়ী নেজামের এই  মিডিয়া সমন্বয় বলেন, বাদ ফজর বয়ান করেন মাওলানা জিয়া উল হক সাহেব (পাকিস্তান)।  এবং এর তরজমা (অনুবাদ) করেন মাওলানা নুরুর রহমান সাহেব।

পৌনে ১০টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে। তালিমের আগে মোজাকেরা (আলোচনা) করবেন মাওলানা জামাল সাহেব (ভারত)। সকাল ১০টায় শিক্ষকদের বয়ানের আয়োজনে বয়ানের মিম্বারে বয়ান করবেন- মাওলানা ফারাহিম সাহেব (ভারত)। ছাত্রদের সাথে নামাজের মিম্বারে বয়ান করবেন- প্রফেসর আব্দুল মান্নান সাহেব (আলিগড়)।

তিনি আরও বলেন, খাওয়াছদের (গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ) মাঝে টিনশেড মসজিদে বয়ান করবেন- মাওলানা আকবর শরিফ সাহেব (ভারত)। জুমার নামায পরাবেন- মাওলানা জুবায়ের সাহেব (বাংলাদেশ)।

হাবিবুল্লাহ রায়হান বলেন, বাদ জুমা বয়ান করবেন জর্ডান এর শেখ উমর খাতিব সাহেব। বাদ আসর বয়ান করবেন মাওলানা জুবায়ের সাহেব (বাংলাদেশ)। বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট সাহেব।