কুরআন শরীফের মলাট এবং চারপাশের সাদা অংশ কি ওযুহীন অবস্থায় স্পর্শ করা যাবে?
৬৬১১. প্রশ্ন
আমি আমার এক সাথীকে দেখলাম, সে ওযুহীন অবস্থায় কুরআন শরীফের মলাট স্পর্শ করছে এবং চারপাশের সাদা অংশ ধরে পৃষ্ঠা উল্টাচ্ছে। আমি তাকে এ ব্যাপারে সতর্ক করলে সে বলে, কুরআন শরীফের মলাট এবং যে অংশে আয়াত লেখা নেই, তা স্পর্শ করা জায়েয।
মুহতারামের কাছে জানার বিষয় হল, আমার এই সাথীর কথা কি ঠিক? কুরআন শরীফের মলাট এবং চারপাশের সাদা অংশ কি ওযুহীন অবস্থায় স্পর্শ করা যাবে?
উত্তর
না, ঐ কথা ঠিক নয়। মুসহাফ (কুরআন মাজীদের কপি)-এর মলাট এবং চারপাশের লেখাবিহীন সাদা অংশও ওযু ছাড়া স্পর্শ করা জায়েয নয়। সুতরাং তার জন্য ওযুবিহীন অবস্থায় মুসহাফের মলাট এবং লেখাবিহীন অংশ স্পর্শ করা নাজায়েয হয়েছে। এ থেকে বিরত থাকা আবশ্যক।
* >المحيط البرهاني< ১/২১৯ : وكما لا يحل له مس الكتابة لا يحل له مس البياض أيضا.
* >الفتاوى الهندية< ১/৩৮ : لا يجوز لهما وللجنب والمحدث مس المصحف إلا بغلاف متجاف عنه، كالخريطة والجلد الغير المشرز، لا بما هو متصل به، هو الصحيح. هكذا في الهداية. وعليه الفتوى، كذا في الجوهرة النيرة.
—তাবয়ীনুল হাকায়েক ১/১৬৬; ফাতাওয়া তাতারখানিয়া ১/২৯১; আলজাওহারাতুন নাইয়িরা ১/৩৯; আদ্দুররুল মুখতার ১/২৯৩
আলকাউসার